Viral: স্কুলের স্পোর্টস ডে-তেই ভয়ঙ্কর দুর্ঘটনা, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ্ত্যু ১২ বছরের ছাত্রের
Indore School Sports Day: ইন্দোরের সেই স্কুলেও প্রজান্ত্র দিবসের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময়ই মার্চপাস্টে অংশ নিয়েছিলেন সেই ছাত্র। ঘটনাটি ঘটে এদিন দুপুর ১২.৩০টায়।

ইন্দোর: স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস ছিল। সেখানেই মর্মান্তিক পরিণতি হল ১২ বছরের এক স্কুল ছাত্রের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সেই ছাত্রের। তার নাম সুব্রত দুসা। ২৬ জানুয়ারি প্রতিটি স্কুলেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয়। এদিন ইন্দোরের সেই স্কুলেও প্রজান্ত্র দিবসের অনুষ্ঠান হচ্ছিল। সেই সময়ই মার্চপাস্টে অংশ নিয়েছিলেন সেই ছাত্র। ঘটনাটি ঘটে এদিন দুপুর ১২.৩০টায়। সেই সময় সতীর্থদের সঙ্গে মার্চপাস্টে হাঁটছিল সুব্রত। সেই সময় আচমকাই পড়ে যায় সে। মাটিয়ে লুটিয়ে পড়ে। অচৈতন্য অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন হাসপাতালে।
২০১৭ সাল থেকে এই স্কুলের ছাত্র শুভ্রাট। অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। শুভ্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে ভেঙে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ। এই অনভিপ্রেত ঘটনার পরই দিনের সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়। স্কুলের তরফে জানানো হয়েছে, সুব্রতর দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা ছিলই। সুব্রতর হার্টের সমস্যার বিষয়েও তার অভিভাবকরা জানতেন বলে জানা গিয়েছে। দেহ ময়নাতদন্তে তাঁরা রাজি হননি। শেষকৃত্যের জন্য সুব্রতর দেহ নিয়ে গিয়েছেন তার বাবা-মা। স্কুলের তরফে জানানো হয়েছে যে সুব্রতর বাবা-মা তাকে স্কুলের সব বিষয়ের সঙ্গেই জড়িয়ে রেখেছিলেন। যে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করত সুব্রত। এমনকী তার বাব-মাও স্কুলের নানা অনুষ্ঠানে নিজেদের যুক্ত রাখতেন। এই ঘটনায় গোটা স্কুল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চিকিৎসকমহল বলছে, অনেক সময়েই নিউমোনিয়া হলে বুকে ব্যথা হতে পারে। নিউমোনিয়া হলে আমাদের ফুসফুসে হাওয়ার পরিমাণ বেড়ে যায়। আর তার জেরে প্রবল কাশির সঙ্গে শুরু হয় বুকে ব্যথা। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া হলে বুকে ব্যথার সমস্যা দেখা যায়। নিউমোনিয়া অ্যাটাক বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। তবে বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার সমস্যা লক্ষ্য করা যায়। আবার, কস্টোকন্ড্রাইটিস রোগ হলে পাঁজরের হাড় ফুলে যেতে পারে এবং প্রবল যন্ত্রণা শুরু হয়। তাই বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক কিংবা গ্যাস হয়েছে এমন ভাবা উচিত নয়। এই বিশেষ রোগ হলে পাঁজরের হাড়েও সমস্যা হতে পারে। আর তার থেকে ব্যথা হতে পারে বুকে। এমনকী এনজাইনা রোগ হলে আপনার হৃৎপিণ্ডে রক্তের প্রবাহ আচমকা কমে যেতে পারে। এর ফলে বুকে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারি পরিভাষায় একে ইসকেমিক চেস্ট পেন- এর সমস্যাও বলা হয়। তাই বুকে ব্যথার উপসর্গ দেখা দিলে সময় থাকতেই সতর্ক হয়ে যান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
