এক্সপ্লোর
নাইট শিবিরে ধাক্কা, চোট পেয়ে ছিটকে গেলেন হেস্টিংস

চণ্ডীগড়: কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের আগে নাইট শিবিরে ধাক্কা। গোড়ালিতে চোট পেয়ে আইপিএল থেকে বাদ পড়লেন কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য বোলার জন হেস্টিংস। চলতি আইপিএলে দুই ম্যাচে ৩৭ রান দিয়ে দু’উইকেট পাওয়া এই মিডিয়াম পেসার এই মরসুমে দুরন্ত ফর্মে ছিলেন। ফলে তাঁর দল থেকে বাদ পড়া গম্ভীর বাহিনিকে ভোগাতে পারে। কে কে আর- মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের আগে প্র্যাকটিস সেশনে গোড়ালিতে চোট পান কোটি টাকা মূল্যের এই অস্ট্রেলিয় বোলার। তখন থেকেই তাঁর ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়। বাকি টুর্নামেন্টে খেলতে পারবেন না জানার পর অস্ট্রেলিয়া ফিরে গেছেন তিনি। হেস্টিংস দল থেকে বাদ পড়ায় দুঃখপ্রকাশ করেছেন নাইট রাইডার্সের সহকারী কোচ সাইমন কাটিচ। জানিয়েছেন, চোট পাওয়ার পরেও ম্যাচ খেলেছেন হেস্টিংস। কিন্তু চোটের জায়গা স্ক্যানের পর তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















