এক্সপ্লোর
চলতি টেস্টে আর আম্পায়ারিং করবেন না পল রাইফেল

মুম্বই: ওয়াংখেডেতে ভারত-ইংল্যান্ডের চলতি টেস্টের প্রথম দিন ভুবনেশ্বর কুমারের থ্রো মাথার পিছন দিকে লেগে আহত হওয়া আম্পায়ার পল রাইফেল আর এই টেস্টে মাঠে নামবেন না। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, দেখুন, ঋদ্ধিমানের পর এবার ধোনিকে নকল করলেন পার্থিবও
আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল চোট পাওয়ার পর পল রাইফেলের শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। সব রিপোর্টই ঠিক আছে। তবে আঘাত পাওয়ায় তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণে তিনি আর মুম্বই টেস্টে আম্পায়ারিং করবেন না। তাঁর বদলে আম্পায়ারিং করবেন মারায়িস এরাসমাস।’
গতকাল দ্বিতীয় সেশনে চোট পান রাইফেল। ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করা ভুবনেশ্বরের একটি থ্রো স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা রাইফেলের মাথায় লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ হয়ে যায়। ছুটে আসে মেডিক্যাল টিম। চিকিৎসা ও বিশ্রামের জন্য রাইফেলকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তাঁর বদলে মাঠে আসেন তৃতীয় আম্পায়ার মারিয়াস এরাসমাস। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব সামলান শামসুদ্দিন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
