এক্সপ্লোর
Advertisement
পদক জয়ী অ্যাথলিট, কোচেদের আর্থিক পুরস্কারের ঘোষণা আইওএ-র
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা সোনা জিতলে তাঁদের ৫০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। রুপো পেলে দেওয়া হবে ৩০ লক্ষ টাকা এবং ব্রোঞ্জের জন্য পুরস্কার মূল্য ২০ লক্ষ টাকা। শুধু খেলোয়াড়রাই নন, কোচেদেরও পুরস্কার দেওয়া হবে। তাঁরা খেলোয়াড়দের অর্ধেক টাকা পাবেন।
শুক্রবার বিভিন্ন দলের কোচ ও ম্যানেজারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইওএ সভাপতি এন রামচন্দ্রন, সচিব রাজীব মেহতা সহ শীর্ষকর্তারা। সেই বৈঠকেই পদক জয়ীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়।
রামচন্দ্রন বলেছেন, এই প্রথম অলিম্পিকে পদক জেতার জন্য কোচ ও খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হল। আইওএ-র আশা, এর ফলে অ্যাথলিটরা আরও ভাল খেলার অনুপ্রেরণা পাবেন এবং ভারতের পদক সংখ্যা বাড়বে।
রিও অলিম্পিকে ভারতের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত বলেছেন, অ্যাথলিটদের মনে রাখতে হবে, তাঁরা দেশের প্রতিনিধিত্ব করছেন। সারা বিশ্বের নজর তাঁদের উপরে রয়েছে। আইওএ তাঁদের সবরকমভাবে সাহায্য করছে। এবার তাঁদেরও সেরা পারফরম্যান্স দেখাতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement