এক্সপ্লোর
টি ২০ তে ৩০০ তম উইকেট, ব্র্যাভো-আফ্রিদি-মালিঙ্গা-নারাইনদের সঙ্গে একাসনে সাকিব

শাকিব আল হাসান
মুম্বই: একেবারে খাদের কিণারা থেকে ফিরে এসে মুম্বই ইন্ডিয়ান্সকে ৩১ রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের এই ম্যাচের সেরা হয়েছে রশিদ খান। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। এই ম্যাচে নজির গড়লেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও। প্রথম বাংলাদেশি এবং বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি ২০ ক্রিকেটে ৩০০ উইকেট দখলের রেকর্ড গড়লেন সাকিব। অন্য যে বোলারদের টি ২০ তে ৩০০ উইকেট রয়েছে তাঁরা হলেন ডোয়েন ব্র্যাভো (৪১৪), লাসিথ মালিঙ্গা (৩৪৮), সুনীল নারাইন (৩২৪) এবং শাহিদ আফ্রিদি (৩০০)। সাকিবের টি ২০ তে ৩০০ তম শিকার হলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব। এবার সানরাইজার্সের হয়ে খেলছেন তিনি। ২০১১-তে আইপিএলে অভিষেক হয় তাঁর।ছয়টি মরশুমে এই বাঁহাতি স্পিনারের সংগ্রহ ২৪.৫৬ গড়ে ৪৩ উইকেট। আইপিএলে কেকেআর ও সানরাইজার্স ছাড়াও সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্স, বার্বাডোজ ট্রাইডেন্টস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, জামাইকা তাল্লাওয়াহস, করাচি কিংস, খুলনা ডিভিশন, পেশোয়ার জালমি ও ওয়ারসেস্টারশায়ারের মতো দলে খেলেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















