এক্সপ্লোর
Advertisement
রাসেল রোজ ভাল খেলবে এটা আশা করা যায় না, বলছেন কার্তিক
গতকাল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কোনও রান না করেই আউট হয়ে যান রাসেল।
মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ব্যর্থ হলেও, কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্র রাসেলের পাশেই দাঁড়ালেন অধিনায়ক দীনেশ কার্তিক। তাঁর মতে, রাসেলের কাছ থেকে রোজ ভাল পারফরম্যান্স আশা করা যায় না।
গতকাল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কোনও রান না করেই আউট হয়ে যান রাসেল। লসিথ মালিঙ্গার শর্ট বলটি তিনি না খেলে ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বলটি রাসেলের গ্লাভস ছুঁয়ে মুম্বইয়ের উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে চলে যায়। বল হাতেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি রাসেল। তিনি ২.১ ওভার বল করে ৩৪ রান দেন। এ বিষয়ে কার্তিক বলেছেন, ‘আন্দ্র্রে রাসেলের কাছে উপরের দিকে ব্যাট করার সুযোগ ছিল। তবে ওর কাছ থেকে রোজ ভাল পারফরম্যান্স আশা করা অন্যায়। গোটা প্রতিযোগিতায় ও ভাল খেলেছে।’
গতকাল কার্তিকও ভাল খেলতে পারেননি। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ৯ বল খেলে মাত্র ৩ রান করেন। তিন নম্বরে নামা রবিন উথাপ্পা ৪৭ বলে ৪০ রান করেন। কেকেআর ৭ উইকেটে ১৩৩ রান করে। এক উইকেট হারিয়েই সেই রান টপকে যায় মুম্বই। এই হারের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর।
এ বিষয়ে কার্তিক বলেছেন, ‘৬ ওভারের পর আমরা ভাল ব্যাটিং করতে পারিনি। পরপর উইকেট পড়ায় আমাদের কাজ কঠিন হয়ে যায়। আমরা ভাল খেলতে পারিনি। এই মরসুমটা আমাদের ভাল গেল না। অনেক বিষয়ে আমাদের উন্নতি করতে হবে। আমি নিশ্চিত, আগামী বছর দারুণভাবে ফিরে আসব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement