এক্সপ্লোর
পরের আইপিএলে ফর্মে ফিরতে ধোনিকে কী করতে হবে? পরামর্শ সঙ্গাকারার
এবারের আইপিএল একেবারেই ভালো গেল না চেন্নাই সুপার কিংসের ও সেইসঙ্গে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। অতীতে বারেবারেই সংকটের সময় দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে ক্যাপ্টেন কুল-কে। কিন্ত এবারের টুর্নামেন্টে কথা বলেনি তাঁর ব্যাট।
নয়াদিল্লি: এবারের আইপিএল একেবারেই ভালো গেল না চেন্নাই সুপার কিংসের ও সেইসঙ্গে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। অতীতে বারেবারেই সংকটের সময় দলের ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছে ক্যাপ্টেন কুল-কে। কিন্ত এবারের টুর্নামেন্টে কথা বলেনি তাঁর ব্যাট।
২০১৯-র বিশ্বকাপের পর ধোনিকে আর বাইশ গজে দেখা যায়নি। তারপর আইপিএল শুরুর আগে ১৫ অগাস্ট তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।
ম্যাচ প্র্যাকটিশের অভাব এবারের আইপিএলে ধোনির ফর্মে স্পষ্টতই ছাপ ফেলেছে। এবারের আইপিএলে ব্যাট হাতে এখনও পর্যন্ত নিষ্প্রভই রয়েছেন ধোনি। পরের আইপিএল মাস ছয়েকের মধ্যেই হতে পারে। সেজন্য ধোনির ফর্মে ফিরে আসাটা অত্যন্ত প্রয়োজন দলের স্বার্থে।
এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সঙ্গাকারা। তিনি মনে করছেন, ধোনির ফর্ম নিয়ে গেল গেল রব তোলার কিছু নেই। ধোনির কাছে এ বছরটা ঠিকঠাক গেল না।
একইসঙ্গে সঙ্গাকারা মনে করছেন,আইপিএলের মতো টুর্নামেন্ট, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা টক্করে নামেন, সেখানে ফর্মে থাকতে গেলে সারা বছর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে থাকতে হবে।
সঙ্গাকারা বলেছেন, একটা সিজন বা সিরিজ খারাপ যেতেই পারে। এটা এমএসের ক্ষেত্রেও হয়েছে। এর প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। আর এটা ঘটেছে ধোনির কেরিয়ারের একেবারে শেষ লগ্নে।তার মানে এই নয় যে সিএসকে-তে ধোনির গুরুত্ব ফুরোল। তাঁকে এই পর্বটা পেরোতে হবে।
সঙ্গাকারা বলেছেন, ধোনি খেলার ও পারফর্ম করার খিদে এখনও রয়েছে বলে তিনি নিশ্চিত। সঙ্গাকারা বলেছেন, ধোনি এমন প্লেয়ার নিজের হাফসেঞ্চুরির থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে আগ্রহী। এভাবেই ধোনি নিজের ইনিংস সাজান, এভাবেই চিন্তাভাবনা করেন। দলের জয়ে অবদান রাখতে পারাটাই তাঁর লক্ষ্যে। ১০ রান করেও সেই লক্ষ্যে পৌঁছনো গেলেই তিনি খুশি।
সঙ্গাকারা বলেছেন, ব্যক্তিগত ফর্ম নিয়ে ধোনি অবশ্যই হতাশ হবেন। কিন্তু আর মাত্র দুটি ম্যাচ বাকি। তাই এই ধারায় ছেট টানার চেষ্টা এবার আর ফলপ্রসূ হওয়ার সময় নেই। পরের মরশুমে এই সমস্যার সমাধানের উপায় হাতে থাকছে ধোনির।কিন্তু সেজন্য এর মাঝে তাঁকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হবে। পরের মরশুম শুরুর আর বিলম্ব নেই। তাই ফর্মে ফিরতে আরও বেশি করে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে হবে।
এখন আইপিএলের পর ধোনি ঘরোয়া ক্রিকেট খেলেন কিনা বা বিশ্বের বিভিন্ন টি ২০ লিগে খেলে নিজেকে আইপিএলের পরবর্তী সিজনের জন্য প্রস্তুত করেন কিনা, তা এখন দেখার। কিন্তু বিশ্বের অন্যান্য জায়গায় টি ২০ লিগে খেলতে তাঁর বিসিসিআইয়ের অনুমোদন লাগবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement