(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2021: আমিরশাহিতে ২২ গজে দাপাবে এই ২ তরুণ নাইট তারকা, বিশ্বাস হাসির
IPL 2021: দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। ডেভিড হাসি মনে করেন ২ তরুণ নাইট তারকাই আসন্ন ম্যাচগুলোয় জ্বলে উঠবেন।
দুবাই: আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আর আগামীকালই নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। দলের মেন্টর ডেভিড হাসি মনে করেন ২ তরুণ নাইট তারকাই আসন্ন ম্যাচগুলোয় দলের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
হাসি তাঁর ব্ল্যাকহর্স বেছেছেন শুভমন গিল ও নীতিশ রানাকে। যদিও প্রথম পর্বে ৭ ম্যাচে ২ জনের কেউই আহামরি এমন কোনও পারফর্ম করতে পারেননি। গিলের সংগ্রহে রয়েছে ১৩২ রান। সেখানে রানার সংগ্রেহ ৭ ম্যাচে রয়েছে ২০১ রান। এক সাক্ষাৎকারে হাসি বলেন, 'ওঁরা ২ জনই নিজেদের কাজ সম্পর্কে সজাগ। দলের স্বার্থে কী করতে হবে, কোনটা করলে ভাল হবে তা খুব ভালভাবেই জানে ওঁরা। আর সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে ওঁদের ২ জনের। আমার মনে হয় ওঁরাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। ওঁরা বিশ্বকে চমকে দেবে। শুধুমাত্র একটা-দুটো সিরিজের নিরিখে নয়। প্রায় আগামী এক দশক ওঁদের ওপরই নির্ভর করবে ভারতীয় ক্রিকেট। আইপিএলেও দারুণ পারফর্ম করবে ওঁরা, এটাই আমার বিশ্বাস।' অধিনায়ক মর্গ্যানেরও পাশে দাঁড়িয়েছেন হাসি। তিনি বলেন, 'মর্গ্যান সামনে থেকে দলটাকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের শুধু ওঁর থেকে বড় ইনিংস দরকার। ওঁ এমন একটা পজিশনে ব্যাট করতে নামে, যেখানে হয় দল খুব খারাপ পরিস্থিতিতে থাকে, নয়ত ইনিংসের প্রথম ৩-৪ বলের মধ্যেই যখন ২ ওপেনারই দ্রুত ফিরে যায়। ফলে ওঁকেও একটু বুঝে খেলতে হয়।'
পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৭ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৭ ম্যাচ খেলে মাত্র ২ টো জয় এসেছে। তবে প্রাক্তন অজি ক্রিকেটার আশাবাদী যে দল এখান থেকেই ঘুরে দাঁড়াবে। হাসি বলেন, 'এখান থেকে আমাদের সব ম্যাচেই জিততে হবে। আমরা এই কাজটা আগেও করেছি। এবারও সেই কাজটা করতে পারব বলে আমি আশাবাদী। আমাদের দলে সেই মানের নির্ভরযোগ্য প্লেয়ার রয়েছে, যাঁরা এই কাজটা করতে পারবে।'
আরও পড়ুন: নাইট শিবিরে যোগ দিলেন রাসেল-নারাইন, খেলতে পারবেন প্রথম ম্যাচ থেকেই