IPL 2021: পাশে থাকুন, খেতাব জিততে পারি, কেকেআর সমর্থকদের বার্তা রাসেল-নারাইনের
IPL 2021, KKR: আজ মুম্বইয়ে এসেছেন কেকেআর-এর দুই ক্যারিবিয়ান তারকা।
মুম্বই: আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এদেশে এসে পৌঁছলেন। তাঁরা আজ ভোরে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে মুম্বইয়ে এসেছেন। মুম্বইয়ে পৌঁছেই টিম হোটেলে ঢুকে পড়েছেন রাসেল ও নারাইন। তাঁদের সাতদিনের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে।
ভারতের মাটিতে পা দিয়েই কেকেআর-এর সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন এই দুই ক্যারিবিয়ান তারকা। নারাইন বলেছেন, ‘আইপিএল-এর কথা ভাবলেই ভারতের কথা মনে পড়ে যায়। ভারতের ফিরতে পেরে ভাল লাগছে। আশা করি গত মরসুমের থেকে এবারের মরসুম ভাল যাবে।’
রাসেল বলেছেন, ‘এবার ভারতে খেলা হবে। আমরা আপনাদের অনেক কাছাকাছি এসে গিয়েছি। আপনারা বাড়ি থেকেই হোক বা গ্যালারি থেকে খেলা দেখুন, আমরা বেগুনি ও সোনালীর প্রতিনিধি। আমরা যেটা করতে পারি, সেটা এবার সবচেয়ে ভালভাবে করব। আমরা বায়ো-সিকিওর বাবলের বিষয়টি জানি। আমরা এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত। আমরা এর জন্য মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছি। করব, লড়ব, জিতব।’
নারাইন আরও বলেন, ‘যে পরিস্থিতিই আসুন না কেন, আমাদের সমর্থন করে যান। আমরা নিজেদের সেরাটা দেব। আশা করি এ বছর খেতাব ফিরে পাব।’
এবারের আইপিএল শুরু হচ্ছে ৯ এপ্রিল থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তৃতীয় দিন প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত মরসুমে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি কেকেআর। পাঁচ নম্বরে শেষ করেন রাসেলরা। ১৪ ম্যাচে তাঁদের পয়েন্ট ছিল মাত্র ১৪। সেই কারণেই এবার আরও ভাল পারফরম্যান্স চাইছেন কেকেআর-এর ক্যারিবিয়ান তারকারা।
এখনও পর্যন্ত দু’বার আইপিএল খেতাব এসেছে কলকাতায়। প্রথমবার নাইটরা চ্যাম্পিয়ন হয় ২০১২ সালে এবং দ্বিতীয়বার ২০১৪ সালে। তারপর থেকে আর কলকাতায় খেতাব আসেনি। কেকেআর অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন গৌতম গম্ভীর। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি দীনেশ কার্তিক।