(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2022 Auction: নিলামের আগেই লখনউয়ের মোটা অঙ্কের প্রস্তাব রাহুল, রশিদকে
IPL 2022 Auction: এখনও অফিশিয়ালি কিছু যদিও জানানো হয়নি। তবে পঞ্জাব কিংসের তরফেও এবার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনও প্লেয়ারকেই রিটেন করছে না।
মুম্বই: আসন্ন আইপিএলের আগেই যে দল ছাড়তে চলেছে কে এল রাহুল। তা শোনা যাচ্ছিল। সূত্রের খবর টুর্নামেন্টে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউয়ের তরফে মোটা অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে রাহুলকে। তাঁকে ২০ কোটি টাকা দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। পঞ্জাব কিংসে ১১ কোটি টাকা পাওয়া রাহুল যে স্বাভাবিকভাবেই নতুন দলের দিকে পা বাড়াবেন তা নিশ্চিত। এখনও অফিশিয়ালি কিছু যদিও জানানো হয়নি। তবে পঞ্জাব কিংসের তরফেও এবার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোনও প্লেয়ারকেই রিটেন করছে না।
আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খানের কাছেও নাকি এমনই প্রস্তাব গিয়েছে। তাঁকেও মোট১৬ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। রশিদ নাকি ইতিমধ্যেই হায়দরাবাদকে জানিয়ে দিয়েছেন, তাঁর বেতন বাড়িয়ে ১৪-১৬ কোটি টাকা করতে হবে। না হলে তিনি লখনউয়ে যোগ দেবেন।
আগামী বছরের আইপিএল-এ যুক্ত হচ্ছে নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আমদাবাদ। বাকি দলগুলিও নিলামের জন্য তৈরি হচ্ছে। ২০২২ আইপিএলের নিলাম হতে পারে আগামী মাসের শেষদিকে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে। বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত নিলামের দিন ঘোষণা করা হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজিগুলি কোন ক্রিকেটারদের ধরে রাখবে, সেই তালিকা মঙ্গলবারের মধ্যে জমা দিতে বলেছে বিসিসিআই। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলি চারজন করে ক্রিকেটারকে রিটেন করতে পারবে বলে সূত্রের খবর।
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি ১ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে তিনজন প্রথমসারির ক্রিকেটারকে সই করাতে পারবে। এরপর নিলামে অন্যান্য ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ থাকবে।
কলকাতা নাইট রাইডার্স সূত্রে খবর, রিটেন করা হতে পারে বেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীকে।