IPL 2023: আরসিবি ম্যাচের আগেই দিল্লি শিবিরে বিরাট ধাক্কা, দেশে ফিরলেন তারকা বোলার
Delhi Capitals: আপাতত তিন ম্যাচ জিতে লিগ তালিকায় সবার নীচে দশ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
নয়াদিল্লি: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নামতে চলেছে দিল্লি ক্যাপিটালস (DC vs RCB)। এই ম্যাচে মাঠে নামার আগেই দিল্লি শিবিরে বিরাট ধাক্কা। ম্যাচে তারকা ফাস্ট বোলার অনরিক নোখিয়া (Anrich Nortje) দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন না। কিন্তু কেন খেলতে পারবেন না নোখিয়া, তিনি কী চোট পেয়েছেন?
দেশে ফিরলেন তারকা
ক্যাপিটালসের তরফে জানানো হয়, ব্যক্তিগত জরুরি অবস্থা উৎপন্ন হওয়ায়, শুক্রবারই দক্ষিন আফ্রিকার জন্য পারি দিয়েছেন নোখিয়া। সেই কারণেই শনিবারের ম্যাচে আরসিবির বিরুদ্ধে তিনি খেলতে নামতে পারবেন না। ক্যাপিটালসের তরফে বিবৃতিতে লেখা হয়, 'ব্যক্তিগত কারণে দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলার অনরিক নোখিয়া কে শনিবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিতে হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আজকের ম্যাচে তিনি খেলতে পারবেন না।'
সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই নোখিয়া ১০০টি বিশ ওভারের ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। তবে মাইলফলক ম্যাচ তাঁর জন্য খুব একটা সুখকর হয়নি। তিনি ওই ম্যাচে নির্ধারিত চার ওভারে ৩৫ রান খরচ করেন। নোখিয়া এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৯.৯৭ গড় ও ৭.৩৮ ইকোনমিতে মোট ১৩৪টি উইকেট নিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩৩টি আইপিএল ম্যাচে তাঁর সংগ্রহ ৪৫টি উইকেট। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ২২.৯৮ গড় ও ৮.২৩ ইকোনমিতে সাফল্য পেয়েছেন। ২০২০ সালে দিল্লির হয়ে এক মরসুমে ২২ উইকেট নেওয়াই তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্স। ওই টুর্নামেন্টে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছিলেন। তাঁর দুরন্ত বোলিংয়ে ভর করেই দিল্লি টুর্নামেন্টে রানার্স আপ হয়েছিল।
কোহলির ফিটনেস ট্রেনিং
মাঠে তাঁর ফিটনেস অনেকের ঈর্ষার কারণ হতে পারে। বিস্ময়েরও। সারা বছর ক্রিকেট খেলার ধকলের মধ্যেও কী করে সুপারফিট থাকেন বিরাট কোহলি (Virat Kohli), জানতে কৌতূহল প্রকাশ করেন অনেকেই। এবার সেই কারণ ব্যাখ্যা করলেন কোহলি নিজেই। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করেছেন কোহলি। সেখানে দেখা যাচ্ছে, জিমে ভারোত্তোলন করছেন কোহলি। যে ভিডিও দেখলে বিভ্রান্ত হতে পারেন। কোহলি কি তবে ক্রিকেট ছেড়ে ভারোত্তোলনই পাকাপাকিভাবে শুরু করে দিচ্ছেন নাকি!
ভারোত্তোলকরা যেভাবে ক্লিন অ্যান্ড জার্কের সময় ওজন তোলেন, সেভাবেই ওজন তুলতে দেখা গিয়েছে কোহলিকে। একবার তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পেশিশক্তি বাড়ানোর জন্য ভারোত্তোলনের জুড়ি মেলা ভার। সেই কারণেই নিয়মিতভাবে ভারোত্তোলন করে থাকেন। আপাতত নিজের পুরনো শহর দিল্লিতে রয়েছেন কোহলি। শনিবারই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। তার আগে ফিটনেস চর্চায় মগ্ন কোহলি।
আরও পড়ুন: যৎসামান্য কাপড়চোপড়, এক জোড়া জুতো, ভাবনারও অতীত রবি ঠাকুরের ছেলেবেলার এই গল্প