IPL 2023 Orange Cap: শীর্ষে অব্যাহত ফাফের দাপট, অরেঞ্জ ক্যাপের দৌড়ে আর কারা রয়েছেন?
Faf du Plessis: ৯ ম্যাচের শেষে ৫৮.২৫ গড়ে ও ১৫৯.৫৯ স্ট্রাইক রেটে ৪৬৬ রান রয়েছে ফাফের দখলে।
আমদাবাদ: মঙ্গলবার আইপিএলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। অরেঞ্জ ক্যাপের (IPL Orange Cap) দৌড়ে থাকা দুই তারকা শুভমন গিল (Shubman Gill) ও ডেভিড ওয়ার্নার (David Warner), উভয়ই এই ম্যাচে যথাক্রমে গুজরাত ও দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন। উভয়ের সামনেই বড় রান করে অরেঞ্জ ক্যাপ তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তবে এই ম্যাচে দুই তারকাই ব্যাট হাতে ব্যর্থ হলেন।
ব্যর্থ শুভমন, ওয়ার্নার
এদিন রশিদ খানের বিরুদ্ধে দুই বলে মাত্র দুই রান করেই সাজঘরে ফেরত যান ওয়ার্নার। তাঁর দখলে মোট ৩০৮ রান রয়েছে। তিনি অরেঞ্জ ক্যাপের তালিকায় সাত নম্বরে রয়েছেন। অপরদিকে, ব্যাট হাতে ব্যর্থ হন গুজরাতের তারকা ওপেনার শুভমন গিলও। তিনি আনরিখ নরকিয়ার বলে ছয় রানে সাজঘরে ফেরত যান। তাঁর দখলে আপাতত নয় ম্যাচে ৩৩৯ রান করার কৃতিত্ব রয়েছে। এর ফলে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় ছয় নম্বরেই রয়ে গেলেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় প্রথম পাঁচে কোনরকম রদবদলই হল না। শীর্ষে এখনও আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসির (Faf du Plessis) দখল অব্যাহত।
ফাফের দাপট অব্যাহত
সোমবার একানা স্টেডিয়ামে অত্যন্ত লো স্কোরিং ম্যাচে লড়াকু ইনিংসের সুবাদে অরেঞ্জ ক্যাপ ফের প্রোটিয়া ব্যাটারের সঙ্গে। লখনউের বিরুদ্ধে ৪০ বলে ১ টি চার ও ১ টি ছয়ের সুবাদে ৪৪ রানের ইনিংস খেলেন ফাফ। যার সুবাদে ৯ ম্যাচের শেষে ৪৬৬ রান ফাফের। লখনউকে ১৮ রানে আরসিবির হারানো নেপথ্যে ফাফের যে ইনিংস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। ৫৮.২৫ গড়ে ও ১৫৯.৫৯ স্ট্রাইক রেটের সুবাদে ৯ ম্যাচে আপাতত ৪৬৬ রান ফাফের। এবারের আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৪৫০-রানের গণ্ডিও টপকে গিয়েছেন প্রোটিয়া এই ব্যাটার।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত শতরানের সুবাদে আপাতত অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় স্থানে যশস্বী জয়সবাল। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) এই ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৪১৪ রান। তিন নম্বরে রয়েছে ডেভন কনওয়ে। যিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ইনিংস ওপেন করে নিয়মিতভাবে ঝোড়ো ইনিংস খেলছেন। ৯ ম্যাচ খেলে ৪১৪ রান করেছেন। ৫৯.১৪ গড়ে রান করেছেন। ৫টি হাফসেঞ্চুরি রয়েছে কনওয়ের। সর্বোচ্চ অপরাজিত ৯২ রান। পাঁচ নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ ম্যাচে ৩৫৪ রান করেছেন সিএসকে তারকা। সর্বোচ্চ ৯২। ২টি হাফসেঞ্চুরি রয়েছে। স্ট্রাইক রেট ১৪৫.৬৭।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন