(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2023: অনুষ্কাকে 'স্যার' বলে সম্বোধন, বিরাটের জবাবে হেসে গড়াগড়ি নেটপাড়া, ভাইরাল হল ভিডিও
Virushka: বুধবার নিজেদের রেস্তোরাঁতে আরসিবি দলকে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
মুম্বই: মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়েতে ম্যাচ খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। মুম্বই ম্যাচের পর আরসিবির (RCB) হাতে বেশ খানিকটা সময় রয়েছে। আসন্ন রবিবার তাঁরা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে আরসিবি। সম্ভবত মুম্বই থেকেই সরাসরি রাজস্থানের উদ্দেশে রওনা দেবে গোটা আরসিবি দল। এরই মাঝে মুম্বইয়ে নিজের রেস্তোরাঁয় গোটা আরসিবি দলের সঙ্গে সস্ত্রীক দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)।
নিজের এই হোটেলেই আরসিবি দলের সতীর্থদের নৈশভোজের আমন্ত্রণ জানান বিরাট ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। পাপারাৎজিদের আবেদন মিটিয়ে খোশমেজাজে ছবিও তোলেন তাঁরা। এই সময়ই এক মজাদার কাণ্ড ঘটে যায়। এক উৎসাহী চিত্র সাংবাদিক বিরুষ্কাকে বারংবার ছবি তোলার জন্য নাম ধরে ডাকছিলেন। এক সময় ভুলবশত তিনি অনুষ্কাকে 'স্যার' বলে সম্বোধন করে বসেন। গোটা বিষয়ে দুই তারকাই হেসে গড়াগড়ি যাওয়ার উপক্রম। এরপরেই মজা করে বিরাট সেই ব্যক্তিকে তাঁকে কোহলি 'ম্যাম' বলে সম্বোধন করার জন্যও বলেন। গোটা ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
Virat Kohli and Anushka Sharma at One8 Commune Restaurant in Juhu.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 10, 2023
A guy by mistake says Anushka sir.
Virat - "speak Virat ma'am also". 😂 pic.twitter.com/Efi0N9suyL
প্রসঙ্গত, মুম্বইয়ে কিংবদন্তি কিশোর কুমারের একদা বাসস্থানেই বিরাট কোহলির বর্তমান বিলাসবহুল রেস্তোরাঁ গড়ে উঠেছে। রেস্তোরাঁতে একসঙ্গে ১৩০ জনের বসার বন্দোবস্ত রয়েছে। লাইভ স্ক্রিনিং, মিউজিক পারফরম্যান্সও নিয়মিতভাবে এই রেস্তোরাঁতে আয়োজিত হয়ে থাকে। কলকাতাতেও কিন্তু বিরাটের একটি রেস্তোরাঁ রয়েছে। এ মরসুমে কেকেআরের বিরুদ্ধে কলকাতায় খেলতে এসে সেখানেও গিয়েছিলেন বিরাট।
অস্কারজয়ীদের সঙ্গে সাক্ষাৎ
তাঁদের গল্পই রুপোলি পর্দায় অস্কার জিতে নিয়েছিল। এবার সেই 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' খ্যাত বোমান ও বেইলির সঙ্গে দেখা করলেন এম এস ধোনি। সিএসকের জার্সিও উপহার দিলেন মাহুত দম্পতিকে। এই বছর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এবার এই গল্পের নেপথ্যের ২ চরিত্র বোমান ও বেইলি ও তথ্যচিত্রের ডিরেক্টর কার্তিকি গঞ্জালভেসকে সংবর্ধিত করা হল সিএসকের তরফে।
মঙ্গলবার সিএসকের অনুশীলনের মাঝেই চিপকে এসেছিলেন বোমান, বেইলি ও কার্তিকি। সঙ্গে ছিল অস্কারজয়ী ট্রফিও। অস্কারজয়ীদের সঙ্গে দেখা করলেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি। তিন জনের হাতে তুলে দেন তাঁদের নামাঙ্কিত চেন্নাই সুপার কিংস-এর জার্সিও। সিএসকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুন: ভাল খবর আসতে পারে কাদের আজ ? কেমন যাবে আজকের দিন ?