IPL 2023: 'যে কোনও সময় ভারতীয় দলে সুযোগ পেতে পারেন', আইপিএল মাতানো তরুণের প্রতিভায় মুগ্ধ শাস্ত্রী
IPL: চলতি আইপিএলে রবি শাস্ত্রীর পছন্দের তরুণ ভারতীয় ক্রিকেটার ইতিমধ্যেই ১৬২-র অধিক স্ট্রাইক রেটে ১৯০ রান করে ফেলেছেন ও।
নয়াদিল্লি: আইপিএল (IPL) বরাবরই তরুণ ক্রিকেটারদের বিশ্বের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ করে দেয়। আইপিএলে দুরন্ত পারফর্ম করেই সবার নজর কেড়েছিলেন যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্যরা। এবারের আইপিএলেও এর অন্যথা হচ্ছে না। তরুণ প্রতিভারা এবারের আইপিএলেও নিজেদের প্রতিভায় সকলকে প্রভাবিত করছেন। এমনই এক প্রতিভার খেলা দেখে মুগ্ধ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও (Ravi Shasttri)। কে তিনি? সেই তরুণ প্রতিভা আর কেউ নন, পাঞ্জাব কিংসের (Punjab Kings) জীতেশ শর্মা (Jitesh Sharma)।
নির্ভীক ক্রিকেটার
চলতি আইপিএলে পাঞ্জাবের কিপার-ব্যাটার জীতেশ ব্যাট হাতে সীমিত সুযোগ পেলেও, তাতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কিন্তু সকলের নজর কেড়েছেন। তিনি ১৬২.৩৯ গড়ে চলতি আইপিএলে ইতিমধ্যেই ১৯০ রান করে ফেলেছন। শাস্ত্রীর মতে ঋষভ পন্থের অনুপস্থিতি জীতেশের জন্য জাতীয় দলের (Indian Cricket Team) দরজা খুলে দিতে পারে। তিনি বলেন, 'ওই এই বারের আইপিএলের সেরা খোঁজ। দুর্ভাগ্যবশত ঋষভ পন্থ তো আর খেলতে পারছে না। এই ছেলেটা কিন্তু যে কোনও সময়ে জাতীয় দলে ডাক পেতেই পারে। লোয়ার অর্ডারে ও দারুণ খেলছে। কিপিংটাও বেশ ভালই করে এবং সবথেকে বড় কথা হল নির্ভীকভাবে নিজের ক্রিকেটটা খেলে ও।'
মিলবে সুযোগ?
ভারতীয় দল চলতি আইপিএলের পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বিলেত পাড়ি দেবে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য় ভারতীয় দলের ঘোষণা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। ৭ জুন থেকে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল। এই বছরেই আবার ভারতের মাটিতেই ৫০ ওভারের বিশ্বকাপের আসরও বসতে চলেছে। সেই উপলক্ষ্যে এই ফাইনালের পর ভারতীয় দল প্রচুর সীমিত ওভারের ম্যাচ খেলবে। জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে। সেই সিরিজে জীতেশ ভারতীয় দলে সুযোগ পান কি না, এখন সেটাই দেখার বিষয়।
রাহুলের চোট
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগের ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সাপোর্ট স্টাফদের সাহায্যে মাঠ ছাড়তে হয়েছিল। কে এল রাহুলের আইপিএল অভিযানই কি শেষ হয়ে গেল? লখনউ সুপার জায়ান্টস শিবির থেকে এখনও কিছু জানানো হয়নি। স্পষ্ট করে বলা হয়নি বোর্ড থেকেও। তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, গোটা আইপিএলেই আর মাঠে নামতে পারবেন না রাহুল। তার চেয়েও উদ্বেগের হচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রাহুলের খেলা নিয়ে গুরুতর সংশয় রয়েছে। আইপিএলের ঠিক পরেই, ৭-১১ জুন লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। মনে করা হচ্ছে, ভারতীয় দলের মেডিক্যাল দল রাহুলকে সেই ম্যাচের আগে ফিট করে তুলতে পারবে কি না, তা এখন বিশ বাঁও জলে।
আরসিবির বিরুদ্ধে ম্যাচে মার্কাস স্টোইনিসের বলে ফাফ ডুপ্লেসির কভার ড্রাইভ আটকাতে গিয়ে ডান পায়ের ঊরুতে চোট পেয়েছিলেন রাহুল। নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'রাহুল লখনউতে দলের সঙ্গেই রয়েছে। বুধবার চেন্নাই সুপার কিংসের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচও দেখবে। তারপর বৃহস্পতিবারই ও মুম্বইয়ে চলে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিজস্ব মেডিক্যাল সেন্টারে ওর ঊরুর স্ক্যান হবে। ওর এবং জয়দেব উনাদকট, দুজনরই চিকিৎসা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে।'
আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস