RCB vs KKR Head To Head: আইপিএলে আরসিবি-কেকেআর মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কোন দল?
IPL 2023: আইপিএলে আরসিবি বনাম কেকেআর দ্বৈরথ মানেই টানটান লড়াই। যদিও মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে কেকেআর।
বেঙ্গালুরু: উদ্বোধনী আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল এই দুই দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডেরায় গিয়ে সেবার আরসিবিকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (RCB vs KKR)। ব্রেন্ডন ম্যাকালাম বিস্ফোরক সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন।
তারপর থেকে আইপিএলে আরসিবি বনাম কেকেআর দ্বৈরথ মানেই টানটান লড়াই। যদিও মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে কেকেআর।
পরিসংখ্যান বলছে, আইপিএলে এখনও পর্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে কেকেআর ও আরসিবি। তার মধ্যে ১৭ ম্যাচে জিতেছে কেকেআর। ১৪টি ম্যাচে জিতেছে আরসিবি। এবারের আইপিএলের প্রথম সাক্ষাতে ইডেনে ৮১ রানে আরসিবিকে হারিয়েছিল কেকেআর।
চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিসংখ্যানেও এগিয়ে কেকেআর। এই মাঠে মোট ১০ বার মুখোমুখি হয়েছে দুই দল। কেকেআর জিতেছে ৬টি ম্যাচ। ৪টি ম্যাচ জিতেছে আরসিবি।
৬ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ৮১ রানে দুরমুশ করে ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। বুধবার ফের নাইটদের (KKR) সামনে আরসিবি। লড়াই এবার বিরাটদের ডেরায়। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে আইপিএলের জন্ম হয়েছিল ১৫ বছর আগে। আর জন্মলগ্নেই রেকর্ড সেঞ্চুরিতে আরসিবি বোলিংকে খুন করেছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। টানা চার ম্যাচ হেরে আইপিএলে কোণঠাসা কেকেআর। পয়েন্ট টেবিলে আট নম্বরে পড়ে রয়েছে কেকেআর। আরসিবি-র বিরুদ্ধে পরাজয় মানে প্লে অফের স্বপ্ন কার্যত ভেন্টিলেটরে ঢুকে যাওয়া।
View this post on Instagram
আর বিরাট যুদ্ধের আগে কেকেআরকে ভাবাচ্ছে বোলিং ও ওপেনিং জুটি। ইডেনে নাইটদের আগের ম্যাচে চেন্নাই সুপার কিংস ২৩৫ রান তুলেছিল। ইডেনে আইপিএলের সর্বোচ্চ রান ছিল সেটাই। চলতি আইপিএলে ৭ ম্যাচের তিনটিতে দুশোর বেশি রান খরচ করেছেন কেকেআর বোলাররা। শার্দুল ঠাকুরের চোট কেকেআরের সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। আরসিবির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ব্যাটে নাইটদের জয়ের নায়ক ছিলেন শার্দুলই।
আরও পড়ুন: আইপিএলের কামাল! সুন্দরবনের মাটির বাড়ির বাসিন্দা জিতলেন ঝাঁ চকচকে গাড়ি