Punjab Kings Captain: পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হলেন শিখর, ময়ঙ্কের ভবিষ্যত ঘিরে জল্পনা
Mayank Agarwal: ময়ঙ্কের অধীনে গত মরসুমে প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয় পঞ্জাব কিংস। ব্যাটার হিসাবেও ময়ঙ্কের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
নয়াদিল্লি: নতুন আইপিএল (IPL 2023) মরসুম শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই বড় রদবদলের কথা ঘোষণা করল পঞ্জাব কিংস (Punjab Kings)। গত মরসুমে প্লে-অফে পৌঁছতে পারেনি দল, তাই নতুন মরসুমে নতুন অধিনায়ককে দায়িত্ব দেওয়া হল। ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) বদলে পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক ঘোষিত হলেন শিখর ধবন (Shikhar Dhawan)। বুধবারই সোশ্যাল মিডিয়ায় পঞ্জাবের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্যর্থ ময়ঙ্ক
কেএল রাহুল দল ছাড়ার পর গত মরসুমেই ময়ঙ্ককে দলের অধিনায়ক ঘোষণা করে পঞ্জাব। তবে অধিনায়ক হয়ে দলকে সাফল্য এনে দিতে পারেননি কর্ণাটকের তারকা ব্যাটার। তাঁর ব্যক্তিগত ফর্মও অধিনায়ক হওয়ার পরেই পড়ে যায়। গত মরসুমে পঞ্জাব নেতা ১৩ ম্যাচে ১৬.৩৩ গড়ে মাত্র ১৯৬ রান করেন। ওপেনিং থেকে মিডল অর্ডারেও ব্যাটে নেমে ফর্মে ফেরার চেষ্টা করেন ময়ঙ্ক। তবে লাভের লাভ কিছুই হয়নি। অপরদিকে, শিখর পঞ্জাব জার্সিতে নিজের প্রথম মরসুমেই তাঁর চিরাচরিত ধারাবাহিকতার পরিচয় দেন।
Gabbar will be at the 𝗦𝗵𝗶𝗸𝗵𝗮𝗿 for Punjab Kings! 🗻#SherSquad, welcome your 🆕 Skipper, Jatt ji! ♥️🤩#ShikharDhawan #CaptainGabbar #SaddaPunjab #PunjabKings @SDhawan25 pic.twitter.com/BjEZZVVGrw
— Punjab Kings (@PunjabKingsIPL) November 2, 2022
শিখর ১৪ ম্যাচে ৩৮.৩৩ গড়ে গত মরসুমে মোট ৪৬০ রান করেন। গতবার নিলামেও তাঁকে প্রথম খেলোয়াড় হিসাবে দলে নেয় পঞ্জাব। শিখর অভিজ্ঞ খেলোয়াড়। তিনি অতীতে আইপিএলে তো অধিনায়কের দায়িত্ব সামলেছেনই। হালে ভারতের হয়ে একাধিক ওয়ান ডে সিরিজেও নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজেও শিখরই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তাই পঞ্জাব অধিনায়ক হিসাবে তাঁর নিয়োগ খুব একটা বিস্ময়কর নয়। খবর অনুযায়ী, বুধবার পঞ্জাব ফ্রাঞ্চাইজির বোর্ডকর্তারা আলোচনার পরেই শিখরকে নেতৃত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে দলের নতুন কোচ ট্রেভর বেইলিসেরও সায় ছিল।
ময়ঙ্কের ভবিষ্যত
গত মরসুমের ব্যর্থতার পর কোচ হিসাবে অনিল কুম্বলের মেয়াদ আর বাড়ানো হয়নি। তাই ময়ঙ্কের ভবিষ্যত ঘিরেও জোর জল্পনা। ১৫ নভেম্বরের মধ্যেই সবকয়টি ফ্রাঞ্চাইজিকে তাদের রিটেন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। তাই সপ্তাহ দু'য়েকের মধ্যেই ময়ঙ্কের ভবিষ্যত স্পষ্ট হয়ে যাবে।