Shubman Gill: ক্যাপ্টেন সাহাব... সতীর্থের মন জিতে নিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক
IPL 2024: সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। তার আগে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে শুভমনকে।
![Shubman Gill: ক্যাপ্টেন সাহাব... সতীর্থের মন জিতে নিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক IPL 2024: Gujarat Titans newly appointed captain Shubman Gill meets Rashid Khan at London, know in details Shubman Gill: ক্যাপ্টেন সাহাব... সতীর্থের মন জিতে নিলেন গুজরাত টাইটান্সের নতুন অধিনায়ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/4aab8f7ae396621596e572608ebaac0b170194842074150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: তাঁকে অনেকে চিহ্নিত করছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা হিসাবে। সেই শুভমন গিল (Shubman Gill) আগামী আইপিএলে (IPL) পেয়েছেন বিরাট দায়িত্ব। গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) নেতৃত্ব দেবেন তিনি। হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) যোগ দেওয়ায় গুজরাতের অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমনকে। অনেকে বলছেন, আইপিএলে অধিনায়ক হিসাবে সফল হতে পারলে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও অন্যতম বড় দাবিদার হয়ে উঠবেন শুভমন।
বিশ্বকাপের পর ছুটির মেজাজে ছিলেন শুভমন। লন্ডনে ছুটি কাটাচ্ছিলেন তিনি। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ। তার আগে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে শুভমনকে। আর ছুটি কাটানোর ফাঁকেই শুভমন দেখা করলেন গুজরাত টাইটান্সে তাঁর সতীর্থ, তথা বিশ্বের অন্যতম সেরা লেগস্পিনার রশিদ খানের সঙ্গে। রশিদ নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন। লিখেছেন, 'দেখা করার জন্য ধন্যবাদ ক্যাপ্টেন সাহাব...'
৫০ ওভারের বিশ্বকাপ শেষের পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেললেও, সেই দলে বিশ্বকাপে ফাইনাল হারা ভারতীয় দলের একগুচ্ছ তারকা অনুপস্থিত ছিলেন। সিরিজ় খেলেননি দলের তরুণ ওপেনার শুভমন গিলও। তিনি আপাতত লন্ডনে ছুটি কাটাতে ব্যস্ত। এই ছুটির মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গিল।
View this post on Instagram
লন্ডনের রাস্তায় ট্রেন্ডি পোশাকে গিলের ছবি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি। বন্ধুদের সঙ্গে হাসিমুখে পোজ় দেন গিল। তাঁর পরনে ছিল বাদামি রঙের ট্রেঞ্চ কোট ও নীল জিন্স। গিল অবশ্য নিজের অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেননি। ছবিগুলি তাঁদের গ্রুপের অংশ রাঘব শর্মা নামে একজন শেয়ার করেন। গিল কিন্তু একা নন, বিলেতে সম্প্রতি ভারতীয় দলের আরও দুই তারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মাকেও (Rohit Sharma) ছুটি কাটাতে দেখা গিয়েছে। রোহিত এবং কোহলি, উভয়কেই সপরিবারে লন্ডনে ছুটি কাটাতে দেখা যায়।
আরও পড়ুন: লাল কার্ড ফেরান্দোকে, নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)