এক্সপ্লোর
Advertisement
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খারাপ পারফরম্যান্স, আইপিএল-এ দল পাওয়া নিয়ে চাপে যুবরাজ
বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ কি কোনও দল নেবে যুবরাজ সিংহকে? সেই সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। একে তো দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালে একদিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের এই তারকা, তার উপর সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতাতেও তিনি ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে যুবরাজকে নিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে না।
বেঙ্গালুরুতে আগামীকাল থেকে শুরু হবে আইপিএল-এর নিলাম। চলবে রবিবার পর্যন্ত। তার আগে সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতায় যুবরাজ করেছেন যথাক্রমে ৪০ বলে অপরাজিত ৫০, ৩৫ বলে অপরাজিত ৩৫, ১৬ বলে ৮, ৮ বলে ৪, ১৪ বলে ২১, ২৫ বলে ২৯, ৩৪ বলে ৪০, ৩৩ বলে ১৭ ও ১১ বলে ৪ রান। মোট ২১৬ বল খেলে যুবরাজের রান ২০৮। স্ট্রাইক রেট ৯৬। তাঁর এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন ফ্র্যাঞ্চাইজিগুলির মালিকরা। তার উপর মার্কি হিসেবে যুবরাজের প্রাথমিক দর দু কোটি টাকা। এত টাকা দিয়ে তাঁকে দলে নিতে কারও আগ্রহ দেখা যাচ্ছে না।
একটি ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ এর আগে অনেক টাকা দিয়ে যুবরাজকে দলে নিলেও, এক মরসুম পরেই ছেড়ে দিয়েছে। কারণ, যুবরাজ যত টাকা নিচ্ছেন, সেই অনুযায়ী পারফরম্যান্স দেখাতে পারছেন না। ১৪টি ম্যাচের মধ্যে অন্তত ৫-৬টি ম্যাচেও তাঁর পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আর আছে কি না, সে বিষয়ে কেউই নিশ্চিত নন। তাঁকে আর বল করতে দেখা যাচ্ছে না, ফিল্ডিংয়ের মানও কমে গিয়েছে। তাই প্রাথমিক দরেও কোনও দল যদি যুবরাজকে নেয়, তাহলে তাঁর নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত।’
ওই কর্তা আরও বলেছেন, ‘গৌতম গম্ভীর বা হরভজন সিংহকে যেমন অধিনায়ক হিসেবে দেখা হয়, যুবরাজ তেমন নন। এই বিষয়টিও তাঁর বিপক্ষে যাচ্ছে। নিলামের শুরুতেই যুবরাজের নাম ওঠে, তাহলে হয়তো তাঁকে দলে নেওয়ার কথা ভাবতেও পারে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু পরে যুবরাজের নাম উঠলে দু কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেওয়ার বদলে কোনও দু’জন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement