Jason Roy Quits IPL: জৈব সুরক্ষা বলয়ের আতঙ্ক! আইপিএল থেকে সরলেন তারকা ক্রিকেটার
Gujarat Titans: টুর্নামেন্ট শুরুর আগেই আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয় (Jason Roy)। যাঁর এবার গুজরাত টাইটান্সে খেলার কথা ছিল।
লন্ডন: করোনা পরিস্থিতিতে আইপিএলের (IPL 2022) জৈব সুরক্ষা বলয়ে থকার মানসিক চাপ সামলাতে না পেরে টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিয়ে দেখা গিয়েছে অনেক বড় তারকাকে। গোটা বিশ্বে অতিমারীর ঝড় কিছুটা থামকালেও, জৈব সুরক্ষা বলয়ের আতঙ্ক যে পুরোপুরি কাটেনি, তা ফের একবার স্পষ্ট হয়ে গেল।
টুর্নামেন্ট শুরুর আগেই আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের ক্রিকেটার জেসন রয় (Jason Roy)। যাঁর এবার গুজরাত টাইটান্সে (Gujarat Titans) খেলার কথা ছিল। নিলামে তাঁর ন্যূনতম দাম ২ কোটি টাকা দিয়ে কিনেছিল গুজরাত লায়ন্স। সূত্রের খবর, তিনি ফ্র্যাঞ্চাইজিকে গত সপ্তাহেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তবে জেসনের পরিবর্তে কাকে নেওয়া হবে, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি গুজরাত টাইটান্স।
পাকিস্তান সুপার লিগে দুরন্ত ছন্দে রয়েছেন জেসন রয়। কিন্তু সেই টুর্নামেন্টেও তাঁকে অন্যান্য সকল ক্রিকেটারদের মতোই জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। সেই মানসিক ধকল যে তাঁকে কাবু করে ফেলেছে, ঘনিষ্ঠ মহলে তার ইঙ্গিত দিয়েছেন ইংরেজ তারকা।
তবে এই প্রথম নয়। এর আগেও আইপিএল থেকে সরে দাঁড়ানোর নজির রয়েছে জেসন রয়ের। ২০২০ সালে তাঁকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেবারও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান জেসন রয়। এবার গুজরাত টাইটান্সকেও তাঁকে ছাড়াই আইপিএলের নকশা তৈরি করতে হবে।
এবারের আইপিএলে খেললে গুজরাত টাইটান্স জেসন রয়ের চতুর্থ দল হতো। এর আগে গুজরাত লায়ন্স (২০১৭), দিল্লি ডেয়ারডেভিলস (২০১৮) ও সানরাইজার্স হায়দরাবাদের (২০২১) হয়ে ইপিএলে খেলেছেন ইংরেজ তারকা। ২০২১ সালের নিলামে তিনি অবিক্রিত ছিলেন। পরে মিচেল মার্শের পরিবর্ত ক্রিকেটার হিসাবে তাঁকে ড্রাফটে রাখা হয়েছিল। আইপিএলের ১৩ ম্যাচে ৩২৯ রান রয়েছে বিধ্বংসী ইংরেজ ব্যাটারের। ১২৯.০১ স্ট্রাইক রেট রেখে এই রান করেছেন জেসন। রয়েছে জোড়া হাফসেঞ্চুরি। একটি দিল্লি ডেয়ারডেভিলস ও অন্যটি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।