IPL Auction 2024 Live: ন্যূনতম দর ছিল ৫০ লক্ষ, ১০ কোটি টাকায় স্পেনসারকে কিনল গুজরাত, IPL নিলামের লাইভ আপডেট
IPL Player Auction 2024 Live Updates: প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার।
LIVE
Background
আজ আইপিএল নিলাম। ২০২৪ মরসুমের আগে এই নিলাম (IPL 2024 Auction) থেকে মোট ৭৭ জন প্লেয়ারকে বেছে নেবে ১০টি দল। দলগুলোর মধ্যে চেন্নাইয় সুপারকিংসের (Chenai Super Kings) কাছে রয়েছে ৩১.৪ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ২৮.৯৫ কোটি, গুজরাত টাইটান্সের কাছে রয়েছে ৩৮.১৫ কোটি টাকা, কেকেআরের হাতে ৩২.৭ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টসের ১৩.১৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্সের রয়েছে ১৭.৭৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের রয়েছে ২৯.১ কোটি টাকা, আরসিবির হাতে রয়েছে ২৩.২৫ কোটি টাকা। এছাড়া রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ১৪.৫ কোটি টাকা ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে ৩৪ কোটি টাকা।
প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।
আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। এবার দলের মেন্টর হিসাবে ফিরেছেন অধিনায়ক হিসাবে দলকে দুটি আইপিএল জেতানো গৌতম গম্ভীর। কেকেআরের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ১২ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৭ কোটি ৩০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।
IPL Auction Live: অবিক্রিত বাংলার ক্রিকেটারেরা
প্রদীপের নীচে অন্ধকারের মতো, নিলামে বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য! এই প্রথম আইপিএলের নিলামের আসর বসেছে ভারতের বাইরে। বাংলার ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি রাজ্যের দু-একজন ক্রিকেটারও দল পায় আইপিএলে। কিন্তু মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনায় হতাশার ছবিটা অপরিবর্তিত। বাংলার কোনও ক্রিকেটারকে নিয়েই নিলামে আগ্রহ দেখাল না কলকাতা নাইট রাইডার্স। বাংলার ক্রিকেটারদের নেয়নি বাকি ৯ দলও।
IPL Auction 2024 Live: আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক
আইপিএলের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ১৯ ডিসেম্বর তারিখটি। প্রথমে প্যাট কামিন্সের রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকা দামে সানরাইজার্স হায়দরাবাদে যাওয়া। তারপর কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্কের সেই রেকর্ডও ভেঙে দেওয়া একই দিনে। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক।
IPL Auction Live: নান্দ্রে বার্গারকে দলে নিল রাজস্থান
৫০ লক্ষ টাকায় দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গারকে দলে নিল রাজস্থান রয়্যালস। ট্রেন্ট বোল্টের বিকল্প দরকার হলে যাতে খেলানো যায়।
IPL Auction Live: ২০ লক্ষ টাকায় সাকিব হুসেনকে কিনল কেকেআর
২০ লক্ষ টাকায় সৌরভ চৌহানকে কিনল আরসিবি। ২০ লক্ষ টাকায় সাকিব হুসেনকে কিনল কেকেআর।
IPL Auction 2024 Live: মুজিব উর রহমানকে ২ কোটি টাকায় নিল কেকেআর
আফগান স্পিনার মুজিব উর রহমানকে ২ কোটি টাকায় নিল কেকেআর।