IPl 2022: ''চারুকে অনেক অনেক ধন্যবাদ, শো মাস্ট গো অন'', ভিডিও বার্তা হিউ এডমেডেসের
IPl 2022: এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে আর নিলাম কার্য চালিয়ে যেতে পারেননি। তাঁর বদলে অকশনার হিসেবে চারু শর্মাকে দেখা গিয়েছিল পরবর্তী সময়ে। তবে হিউ এডমেডেস বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন।
বেঙ্গালুরু: প্রথম দিনের নিলামে অসুস্থ হয়ে পড়েছিলেন। নিলাম চলাকালীনই মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে আর নিলাম কার্য চালিয়ে যেতে পারেননি। তাঁর বদলে অকশনার হিসেবে চারু শর্মাকে দেখা গিয়েছিল পরবর্তী সময়ে। তবে হিউ এডমেডেস বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন। নিজের ভিডিও বার্তায় তা জানিয়েওছেন হিউ। তিনি জানান, ''আমি বিসিসিআই, আইপিএল কমিটি ও প্লেয়ারদের কাছে ক্ষমাপ্রার্থী যে নিজের কাজ ঠিকভাবে করতে পারিনি। অসুস্থ হয়ে পড়েছিলাম। তবে এখন আমি পুরো ফিট রয়েছি। বিশ্বের নানা প্রান্ত থেকে আমার শারীরিক সুস্থতার জন্য সবাই যেভাবে প্রার্থনাক করেছিলেন, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।'' তিনি আরও বলেন, ''চারু শর্মাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। শুভেচ্ছাও জানাতে চাই। খুব অল্প সময়ের মধ্যে ওঁ কাজটা সামলে নিয়েছে। আশা করি আগামীতে সবার সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি।''
Mr. Hugh Edmeades - the IPL Auctioneer - is fine now 😊 and has a message for all. #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/U7uzt6PIMw
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
গতকাল নিলাম শুরু করেছিলেন হিউ নিজেই। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে তখন পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দর কষাকষি তুঙ্গে। আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন হিউ এডমেডেস। যিনি আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন।
আইপিএলের (IPL) ইতিহাসে তো বটেই, গোটা বিশ্বে খেলাধুলোর ইতিহাসে এরকম ঘটনা আগে ঘটেছে কি না মনে করা যাচ্ছে না। খেলার মাঠে খেলোয়াড়দের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু আইপিএলের নিলাম চলাকালীন অকশনার লুটিয়ে পড়ছেন, এ দৃশ্য কখনও দেখা যায়নি।
সেরকমই আকস্মিক ঘটনা ঘটে গেল শনিবার। নিলাম চলাকালীন লুটিয়ে পড়লেন অকশনার হিউ এডমেডেস (Hugh Edmeades)। যা দেখে শঙ্কিত গোটা ক্রিকেটবিশ্ব। শুরু হয়ে গিয়েছে প্রার্থনা। তাঁর পরিবর্তে শনিবার, ১২ ফেব্রুয়ারি, নিলামের বাকি অংশের সঞ্চালনা করবেন পরিচিত ধারাভাষ্যকার চারু শর্মা (Charu Sharma)। হিউ আচমকা অসুস্থ হয়ে পড়ায় লাঞ্চ ব্রেক এগিয়ে আনা হয়েছিল।
শনিবার নিলাম চলাকালীন হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে মাটিতে পড়ে যান হিউ। সেই সময় শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গর নিলাম চলছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছিল তাঁর জন্য। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান হিউ।