IPL 2025: প্লে অফের আগেই কোহলির দলের জন্য 'বিরাট' সুখবর!
Josh Hazelwood: ঠিক সেই সময়ই দেশে ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। আদৌ তিনি ফিরবেন কি না তা নিশ্চিত ছিল না আরসিবি ম্য়ানেজমেন্টও। অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রিসবেনে রিহ্যাব সারছিলেন

বেঙ্গালুরু: আইপিএলে প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। এবার নক আউটের আগেই কিছুটা আত্মবিশ্বাস বাড়বে রজত পাতিদারের দলের জন্য। টুর্নামেন্টের শুরু থেকেই এই দলের বোলিং ব্রিগেড দারুণ পারফর্ম করে এসেছে। ভুবনেশ্বর কুমার, যশ দয়ালরা প্রতি ম্য়াচেই ভাল খেললেও এই দলের বোলিং বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন জস হ্যাজেলউড। যদিও অজি পেসার কাঁধে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ফিরে গিয়েছিলেন ব্রিসবেনে। তবে সূত্রের খবর, হ্যাজেলউড ফের হয়ত ফিরতে চলেছেন আরসিবির জার্সিতে। প্লে অফের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধকালিন পরিস্থিতিতে আইপিএল সাময়িকভাবে স্থগিত হয়েছিল। ঠিক সেই সময়ই দেশে ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। আদৌ তিনি ফিরবেন কি না তা নিশ্চিত ছিল না আরসিবি ম্য়ানেজমেন্টও। অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রিসবেনে রিহ্যাব সারছিলেন ৩৪ বছরের পেসার। আজ হায়দরাবাদের বিরুদ্ধে অবশ্য় অজি পেসারকে পাচ্ছে না আরসিবি শিবির। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও তাঁকে পাওয়া যায়নি।
চলতি মরশুমে আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্য়াচে খেলতে নেমে ১৮ উইকেট ঝুলিতে পুরেছেন অজি পেসার। আরসিবির বোলারদের মধ্য়ে তাঁর ঝুলিতেই সর্বাধিক উইকেট রয়েছে।
আইপিএলের পরই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে অস্ট্রেলিয়া লর্ডসে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেই ম্য়াচে নিঃসন্দেহে হ্যাজেলউডের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অজি শিবিরের জন্য। আগামী ১১ জুন থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যাজেলউড ফিরলেও আরেক অজি পেসার মিচেল স্টার্ক যেমন আর এবারের আইপিএল খেলতে ফিরছেন না। তিনি এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলছিলেন।
এদিকে, আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে নিজেদের হোমম্য়াচ খেলতে নামবে আরসিবি। প্রতিপক্ষ প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। দুই দল আইপিএলের মঞ্চে ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে কিন্তু কেউই খুব একটা এগিয়ে বা পিছিয়ে নেই। ২৪ ম্যাচের মধ্যে হায়দরাবাদ ১৩টি ও আরসিবি ১১টি ম্যাচ জিতেছে। যদি চলতি মরশুমে যে ফর্মে খেলছে আরসিবি তাতে আজকের ম্য়াচে খাতায় কলমে বিরাটরাই অনেক এগিয়ে থেকে মাঠে নামবেন। হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে। গত মরশুমে রানার্স আপ হলেও এই মরশুমে প্যাট কামিন্সের নেতৃত্বে একেবারেই ভাল খেলতে পারেনি কমলা ব্রিগেড। ১২ ম্য়াচে তারা মাত্র ৯ পয়েন্টই ঝুলিতে পুরতে পেরেছে এখনও পর্যন্ত। তাই পাল্লা ভারী আজকের ম্য়াচে আরসিবিরই।




















