CSK vs PBKS: মিরাক্যালের আশায় আজ পঞ্জাবের বিরুদ্ধে নামছে চেন্নাই, কখন, কোথায় দেখবেন খেলা?
IPL 2025: চিপকে ধোনির ডেরায় আজ নামতে চলেছে পঞ্জাব কিংস। সেই পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দলের সঙ্গে নয় নম্বর দলের লড়াই। খাতায় কলমে এবারের মরশুমে শ্রেয়সের দল অনেক এগিয়ে।

চেন্নাই: ঘরের মাঠে পঞ্জাব কিংস জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্য়াচেই ৩৯ বলে শতরান হাঁকিয়েছিলেন ২৪ বছরের প্রিয়াংশ আর্য। তাঁর আশা ছিল খেলার শেষে ধোনির সঙ্গে দেখা করে কথা বলবেন। কিন্তু ধোনিকে সেই সময় পাননি। আজ আরও একবার সেই সুযোগ আসতে চলেছে প্রিয়াংশের সামনে। চিপকে ধোনির ডেরায় আজ নামতে চলেছে পঞ্জাব কিংস। সেই পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর দলের সঙ্গে নয় নম্বর দলের লড়াই। খাতায় কলমে এই মরশুমের ফর্ম যদি দেখা যায় তাহলে পঞ্জাব নিঃসন্দেহে এগিয়ে অনেক চেন্নাইয়ের থেকে। কিন্তু ধোনি বাহিনী আইপিএলে পাঁচবার খেতাব জিতেছে। সেখানে পঞ্জাবের ভাঁড়ার শূন্য।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।
কোথায় খেলা হবে পঞ্জাব বনাম সিএসকের আইপিএলের ম্যাচটি?
পঞ্জাব কিংস বনাম মহেন্দ্র সিংহ ধোনির মধ্যে আজকের ম্যাচটি চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে খেলা হবে।
কখন শুরু হবে রাজস্থান বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?
আজ বুধবার, ৩০ এপ্রিল আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংস ম্য়াচটি শুরু হবে সন্ধে ৭.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে।
কোথায় দেখবেন সিএসকে বনাম পঞ্জাব ম্যাচ?
সিএসকে বনাম পঞ্জাব কিংস ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলে পাঁচটি জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। ঝুলিতে ১১ পয়েন্ট পুরে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। এখনও তাঁদের পক্ষেও প্লে অফের টিকিট পাওয়া সম্ভব। কিন্তু সেক্ষেত্রে বাকি পাঁচটি ম্য়াচের মধ্যে ৩-৪টি ম্য়াচ নিশ্চিতভাবেই জিততে হবে পঞ্জাবকে। চেন্নাইয়ের সেদিকে প্লে অফের অঙ্ক ভীষণ কঠিন। বাকি ম্য়াচগুলো জেতা ছাড়াও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে।
ধােনির এটাই কি শেষ মরশুম?
৪৩-র ধোনিকে নিয়ে প্রতি বছরই এই কানাঘুষো শোনা যায়। প্রতি বছরই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে রব উঠে। তবে এবার ধোনি যখন নিজেই এক বিশেষ টি-শার্ট পরে চেন্নাইয়ে পা দেন, তখন জল্পনাটা একটু বেশিই বাড়ে। ধোনির শার্টে মর্স কোডে লেখা ছিল, 'One Last Time'। এই বার্তার পরেই অনেকের ধারণা হয় যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে বলে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মাহি। তবে প্রথম ম্যাচের আগে ধোনির বার্তার পর কিন্তু তাঁর অবসর জল্পনা অন্তত এখনের জন্য একেবারে থেমে যাওয়ার কথা। মাহি জানিয়ে দেন যে না তিনি, না সিএসকে ফ্র্যাঞ্চাইজি একে অপরকে বিদায় জানাতে প্রস্তুত।




















