DC vs RCB: ঘরের মাঠে আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইন আপকে থামানোর চ্যালেঞ্জ স্টার্ক, মুকেশদের
IPL 2025: নিজেদের শেষ ম্য়াচে দিল্লি ক্যাপিটালস লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে আরসিবি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছিল।

নয়াদিল্লি: গরম বাড়ছে। দিল্লিতে তাপমাত্রা আকাশ ছুঁয়েছে। এই মুহূর্তে সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা। তবে প্রবল দাবদাহ উপেক্ষা করেই সেখানে উত্তাপ বাড়িয়েছে আইপিএল জ্বর। বিশেষ করে এবার দিল্লি ক্যাপিটালস যে ফর্মে রয়েছে, তাতে প্রথম আইপিএল খেতাব ঘরে তোলার স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন প্রথমবার কাপ জয়ের। এই পরিস্থিতিতে আজ নিজেদের ঘরের মাঠেই আরসিবির বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। দুটো দলই এই মুহূর্তে প্লে অফের দৌড়ে প্রথম চারে রয়েছে। তাই আজকের ম্য়াচে জিতে দুটো দলই চাইবে প্লে অফের পথে আরও একধাপ এগিয়ে যেতে।
View this post on Instagram
নিজেদের শেষ ম্য়াচে দিল্লি ক্যাপিটালস লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্যদিকে আরসিবি রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছিল। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন জস হ্যাজেলউড। আরসিবির ব্যাটিং লাইন আপে বিরাট ও সল্ট জুটি পাওয়ার প্লে-তেই বড় ইনিংস বোর্ডে তোলার ভিতটা গড়ে দিচ্ছেন প্রতি ম্য়াচেই। বিরাট শুরুতে একটু রান না পেলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। এবারও অরেঞ্জ ক্যাপ পাওয়ার দৌড়ে রয়েছেন কিং কোহলি। এছাড়া স্পিার অলরাউন্ডার ক্রুণাল পাণ্ড্যর উপস্থিতি বাড়তি ভারসাম্য় যোগ করেছে দলে।
দিল্লি শিবিরে কে এল রাহুল মিডল অর্ডারে আরসিবির গাঁট হতে পারেন আবার। আগেরবার চিন্নাস্বামীতে আরসিবিকে একার হাতেই হারিয়ে দিয়েছিলেন। ম্য়াচ জেতানোর পর ব্যাট মাঠে গেড়ে অভিনব সেলিব্রেশন দেখা গিয়েছিল রাহুলের থেকে। এদিনও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল। এছাড়া করুণ নায়ারও রানের মধ্যে রয়েছেন। এছাড়া অলরাউন্ডার বিপরাজ নিগম রয়েছেন নজরে।
মুখোমুখি সাক্ষাতে অবশ্য আরসিবির পাল্লা ভারী। ১৯ বার জয় ছিনিয়ে নিয়েছে রজত পাতিদারের দল দিল্লি। তবে এবারের আইপিএলে দিল্লির পারফরম্য়ান্স একেবারেই আলাদা পর্যায়ে। তাই জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিতে মরিয়া থাকবেন অক্ষর বাহিনী।
View this post on Instagram
আরও পড়ুন: ১৪ বছরের বৈভবকে খোঁচা, আইপিএলের মাঝেই সতর্ক করে দিলেন সহবাগ




















