IPL 2025: এবার আইপিএল কারা জিতবে? নিজের পছন্দের দল বেছে নিলেন গাওস্কর
Sunil Gavaskar On IPL 2025: ঘরের মাঠ চিন্নাস্বামীতে এবার পারফরম্য়ান্স খুব একটা ভাল না হলেও এবার অ্য়াওয়ে ম্য়াচে পরপর জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি শিবির।

বেঙ্গালুরু: চলতি আইপিএলের ফেভারিট কারা? কোন দলের এবারের টুর্নামেন্টে খেতাব জয়ের পাল্লা ভারী? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২৬ মে। কিন্তু তার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নিজের পছন্দের দল বেছে নিলেন সুনীল গাওস্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিংবদন্তি ভারতীয় ওপেনার জানিয়েছেন, এবারের টুর্নামেন্টে খেতাব জেতার প্রবল দাবিদার আরসিবি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা।
ঘরের মাঠ চিন্নাস্বামীতে এবার পারফরম্য়ান্স খুব একটা ভাল না হলেও এবার অ্য়াওয়ে ম্য়াচে পরপর জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি শিবির। শুধুমাত্র দুজন বা তিনজন প্লেয়ারের ওপর এবার নির্ভরশীল নয় দল। দলে রয়েছে টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, ক্রুণাল পাণ্ড্য, দেবদত্ত পড়িক্কল, জস হ্যাজেলউডের মত তারকা প্লেয়ররা। এছাড়া বিরাট কোহলি তো দলের প্রাণভোমরা। গাওস্কর বলছেন, ''আমার মতে এবারের টুর্নীামেন্টে খেতাব জয়ের অন্য়তম দাবিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই দারুণ ছন্দে। মুম্বই ইন্ডিয়ান্স একমাত্র এই দলটার সমকক্ষ বলা যেতে পারে। সামনে কয়েকটি চ্যালেঞ্জিং ম্য়াচ রয়েছে আরসিবির। কিন্তু আমি নিশ্চিত এবার ওরাই ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার।''
এখনও পর্যন্ত ১০ ম্য়াচে খেলে ৭টি জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। আর সবগুলো হারই ঘরের মাঠে হয়েছে। যা চেন্নাইয়ের বিরুদ্ধে আজ মাঠে নামার আগে কিছুটা চাপে রাখবে অবশ্য বিরাট কোহলি ও তার ছেলেদের। সামনের চারটি ম্য়াচে দুটো এমন দলের বিরুদ্ধে আরসিবি খেলতে নামবে যাদের চলতি টুর্নামেন্টে আগে হারিয়েছে আরসিবি। আবার চারটি ম্যাচের তিনটি ম্য়াচ ঘরের মাঠে খেলতে নামবে আরসিবি।
এদিনের ম্য়াচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্য়াচে। তাই খেলা ভেস্তেও যেতে পারে। আসলে গত দু দিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হচ্ছে। যেই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা শনিবারও। ইন্ডিয়ান মেটেরোলজিকাল বিভাগের তরফে জানানো হয়েছে, "খারাপ আবহাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী ঝড়ও হতে পারে হালকা বিকেল বিকেল বা সন্ধের দিকে।" সিএসকের ম্যাচের আগের দিন অনুশীলনেও বৃষ্টি ব্যাঘাত সৃষ্টি করেছে। বিকেল ৩টের সময় ধোনি বাহিনী অনুশীলনে নামলেও মাত্র ৪৫ মিনিটই অনুশীলন করতে পেরেছিলেন তারা। এরপরই বৃষ্টি শুরু হয়। যার জন্য ৪.৩০টায় মাঠ ছাড়তে হয় চেন্নাই শিবিরকে। আরসিবিও ৪৫ মিনিটের বেশি অনুশীলন করতে পারেনি আগের দিন।




















