SRH vs LSG: তিনশোর লক্ষ্যেই কি আজ লখনউয়ের বিরুদ্ধে নামবে হায়দরাবাদ? কখন, কোথায় দেখবেন ম্য়াচ?
IPL 2025: এবারের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপারজাায়ন্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কের অর্থ পেয়েছেন পন্থ।

হায়দরাবাদ: গত মরশুম থেকেই সানরাইজার্স হায়দরাবাদ বিধ্বংসী ফর্মে। গোটা শিবিরটাই প্যাট কামিন্সের নেতৃত্বে একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে। গত মরশুমে ফাইনালে কেকেআরের কাছে অল্পের জন্য আটকে যেতে হয়েছিল। কিন্তু চলতি মরশুমে শুরুটা ফের দুরন্ত হয়েছে কমলা বাহিনীদের। প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ২৮৬ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স। আজ নিজেদের ঘরের মাঠে আরও একবার নামতে চলেছে হায়দরাবাদ শিবির। এবার সামনে লখনউ সুপারজায়ান্টস।
এবারের নিলামে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছে লখনউ সুপারজাায়ন্টস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অঙ্কের অর্থ পেয়েছেন পন্থ। কিন্তু প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দল তো হেরেইছে, এমনকী নিজের পারফরম্য়ান্সও একেবারেই ভাল ছিল না পন্থের। ব্যাট হাতে রান পাননি। উইকেটের পেছনেও স্টাম্পিং মিস করেছেন। দলের হারও বাঁচাতে পারেননি। এই পরিস্থিতিতে আজ চলতি টুর্নামেন্টে লখনউ অধিনায়ক হিসেবে প্রথম জয়ের খোঁজে পন্থও।
আজ আইপিএলে কারা মুখোমুখি হতে চলেছে?
আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপারজায়ান্টস মুখোমুখি হবে
কোথায় খেলা হবে আজকের ম্য়াচ?
আজকের ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে
কখন শুরু হবে আজকের ম্য়াচ?
আজ ২৭ মার্চ, বৃহস্পতিবার, সন্ধে ৭.৩০ থেকে শুরু হবে ম্য়াচ
কোথায় দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ-লখনউ ম্যাচ?
আইপিএলে আজ সানরাইজার্স বনাম লখনউ ম্য়াচটি দেখা যাবে স্টার স্পোর্টসে
অনলাইনে কীভাবে দেখবেন খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে আজকের ম্য়াচটি
ঈশানের চােট চিন্তা
সানরাইজার্সের জার্সিতে অভিষেক ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন ঈশান কিষাণ। কিন্তু ফিল্ডিংয়ের সময় চোট পান রাজস্থান ম্য়াচে। ১৮ তম ওভারে শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান। অ্যাডাম জাম্পার শর্ট বলে ডিপ স্কোয়ার লিগের দিকে শট মারেন শুভম দুবে। বলটিকে বাউন্ডারি পার করা থেকে রুখতে ছোটেন ঈশান। তবে তাঁর হাঁটু স্লাইড করার সময়ই মাঠের সঙ্গে জোরে ধাক্কা খায়। তারপরে উঠতেই পারছিলেন না ঈশান। মাঠের বাইরে দীর্ঘক্ষণ কার্যত পড়েছিলেন তিনি। তাঁর চোট পরীক্ষা করে দেখেন সানরাইজার্স ফিজিও। এই ঘটনাটিই সানরাইজার্স অনুরাগীদের মনে উদ্বেগের সঞ্চার করে। দীর্ঘ চিকিৎসার পর কোনওরকমে উঠে দাঁড়ান ঈশান। তাঁর পায়ে সুরক্ষার জন্য প্রোটেক্টিভ গিয়ারও লাগানো হয়। আশা করা যায় আজ পুরো ফিট ঈশানকেই পাওয়া যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
