IPL 2021: কেকেআরকে ছিটকে কোন অঙ্কে আইপিএলের প্লে অফে যেতে পারে মুম্বই?
IPL 2021: বিশেষ করে গতকাল কলকাতা নাইট রাইডার্স ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে জায়গা প্রায় পাকা করে নিয়েছে নাইট রাইডার্স।
![IPL 2021: কেকেআরকে ছিটকে কোন অঙ্কে আইপিএলের প্লে অফে যেতে পারে মুম্বই? IPL 2021 How can defending champions Mumbai Indians still qualify for Playoffs IPL 2021: কেকেআরকে ছিটকে কোন অঙ্কে আইপিএলের প্লে অফে যেতে পারে মুম্বই?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/08/6f555762c47c0c85e593fce474c0027c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবু ধাবি: গতবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ইতিহাসের সর্বাধিক ৫ বারের খেতাব জয়ী। কিন্তু সেই মুম্বই ইন্ডিয়ান্সের কাছেই এবারের আইপিএলের প্লে অফে জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছে। বিশেষ করে গতকাল কলকাতা নাইট রাইডার্স ৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বর স্থানে জায়গা প্রায় পাকা করে নিয়েছে নাইট রাইডার্স। তবে প্রায় মিশন ইম্পসিবল হলেও, মুম্বই ইন্ডিয়ান্সের সামনেও রয়েছে প্লে অফে যাওযার সুযোগ। কিন্তু কী করতে হবে রোহিতদের? দেখে নেওয়া যাক একবার --
কীভাবে প্লে অফে মুম্বই?
টস এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। রোহিত শর্মা বাহিনীকে টসে জিততেই হবে। টস হেরে গেলে সেখানেই টুর্নামেন্ট শেষ হয়ে যাবে মুম্বইয়ের জন্য। সেক্ষেত্রে ব্যাটিং, বোলিংয়ে ভাল পারফরম্যান্স, ম্যাচ জেতা কোনও কিছুই আর রোহিতদের জয়ের পথ সুগম করতে পারবে না।
মিরক্যাল ব্যাবধানে জয়
প্রথমে ব্যাট করতে নামলেও সেখানেও অসম্ভব একটা রান করতে হবে পোলার্ডদের। ১৭১ রানের বিশাল ব্যবধানে হায়দরাবাদের বিরুদ্ধে জিততেই হবে তাঁদের। তবেই একমাত্র করান রেটে নাইটদের টপকে চতুর্থ স্থানে উঠে আসবে মুম্বই। রাজস্থানকে হারানোর পর কেকেআরের রান রেট এই মুহূর্তে +০.৫৮৭। অন্য়দিকে মুম্বইয়ের রান রেট এই মুহূর্তে -০.০৪৮।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একপেশে জিতে এবারের আইপিএলে প্লে অফের একদম কাছে চলে গিয়েছে নাইটরা। সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে ৮৬ রানের বিশাল ব্যবধানে জয় পেল অইন মর্গ্যান বাহিনী। পয়েন্ট টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল চতুর্থ স্থানে। টস জিতে প্রথমে ব্যাটিং করে ১৭১ রান বোর্ডে তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬.১ ওভারে ৮৫ রানে অল আউট হয়ে যায় রাজস্থান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)