KKR vs PBKS Live: কেকেআরকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল জমিয়ে দিল পঞ্জাব
IPL 2021, Match 45, KKR vs PBKS: আইপিএলে শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। যে ম্যাচ বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। কারণ এই ম্যাচ মানে তো জড়িয়ে পড়বে বলিউড।

Background
দুবাই: আইপিএলে শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। যে ম্যাচ বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছে। কারণ এই ম্যাচ মানে তো জড়িয়ে পড়বে বলিউড।
একদিকে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। অন্যদিকে পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। পর্দায় যাঁদের রসায়ন সকলকে মন্ত্রমুগ্ধ করেছে। বীর-জারা তো গোটা বিশ্বে সমাদৃত হয়েছিল।
কেকেআর বনাম পঞ্জাব ম্যাচকে তাই বীর-জারার লড়াই বলা হয়। আর এই ম্যাচে তৈরি হয় অদ্ভূত সব দৃশ্য। একদিকে মাঠে যখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের, তখন গ্যালারিতে দুই বন্ধু শাহরুখ-প্রীতি। ম্যাচের পর যাঁরা একে অপরকে আলিঙ্গন করবেন। ২০১৪ সালের আইপিএলের ফাইনালে পঞ্জাবকে হারিয়েই ট্রফি জিতেছিল কেকেআর। আর ম্যাচের পর জার্সি বিনিময় করেছিলেন শাহরুখ ও প্রীতি। বিষণ্ণ পঞ্জাব মালকিনকে সান্ত্বনা দিয়েছিলেন কিংগ খান।
শুক্রবার অবশ্য গ্রুপ পর্বের ম্যাচ। আর দুই দলের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ। দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে। কেকেআরের পয়েন্ট ১০। টেবিলে চার নম্বরে রয়েছে শাহরুখের দল। সমসংখ্যক ম্যাচ খেলে পঞ্জাবের পয়েন্ট ৮। টেবিলে ৬ নম্বরে রয়েছে প্রীতির দল। শুক্রবার হেরে গেলে পঞ্জাবের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে। কেকেআর জিতলে প্লে অফের দিকে আরও এক কদম এগিয়ে যাবে। আর হারলে পড়তে হবে অঙ্কের জাঁতাকলে।
KKR vs PBKS Live Updates: ৫ উইকেটে জয়ী পঞ্জাব
শেষ ওভারে নাটক। পঞ্জাবের সেরা ব্যাটসম্যান কে এল রাহুলকে (৬৭ রান) ফিরিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার। তবে পরের বলে ছক্কা মেরে পঞ্জাবকে জেতালেন শাহরুখ খান। যদিও বাউন্ডারি লাইনে বলের নাগাল পেয়ে গিয়েছিলেন রাহুল ত্রিপাঠি। যদিও বল তাঁর হাতে লেগে ছয় হয়ে যায়। ৫ উইকেটে জয়ী পঞ্জাব।
KKR vs PBKS Live Updates: ম্যাচ জিততে শেষ ওভারে পঞ্জাবের চাই ৫ রান
১৯ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ১৬১/৪। ম্যাচ জিততে শেষ ওভারে পঞ্জাবের চাই ৫ রান।




















