MI vs KKR Match Preview: আবুধাবিতে কাল মর্গ্যান- রোহিত ডুয়েল, কে এগিয়ে ২২ গজের লড়াইয়ে?
MI vs KKR Match Preview: প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। কাল এই দুই দলই এবার আমনে- সামনে হতে চলেছে আবুধাবিতে। কে জিতবে? কার সম্ভাবনা বেশি? দেখে নেওয়া যাক পরিসংখ্যান।
আবুধাবি: আইপিএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। কাল এই দুই দলই এবার আমনে- সামনে হতে চলেছে আবুধাবিতে। কে জিতবে? কার সম্ভাবনা বেশি? দেখে নেওয়া যাক পরিসংখ্যান।
এখনও পর্যন্ত টুর্নামেন্টের ১৪ সংস্করণে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২২ বার জিতেছে মুম্বই ও ৬ ম্যাচ জিতেছে কেকেআর। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে কতটা একপেশে ভাবে ২ দলের লড়াইয়ে জয় পেয়েছে মুম্বই। কিন্তু এবার আরসিবির বিরুদ্ধে যে মেজাজে জয় পেয়েছে নাইট শিবির, তাতে মুম্বই শিবিরও কিন্তু কোনওভাবেই হালকাভাবে নিতে পারবে না কেকেআরকে।
আমিরশাহিতে এবার নিজেদের প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। আইপিএলে নতুন নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বলের হিসাবে সবচেয়ে বড় জয় শাহরুখ খান-জুহি চাওলার দলের। ৬০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছিল কেকেআর। এর আগে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৭ বল বাকি থাকতে ম্যাচ জিতেছিলেন নাইটরা। তবে গত সোমবারের বিরাট কোহলির বাহিনীকে হারিয়ে সেই রেকর্ড ছাপিয়ে গেল কেকেআর।
অন্যদিকে রোহিত, হার্দিকহীন মুম্বই ইন্ডিয়ান্স আমিরশাহিতে তাদের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে হেরে গিয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সেদিন নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৬/৬। এরপর ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা খারাপ হয়নি। ৫ ওভারে ৩৫ রান তুলে ফেলেছিল তারা। তবে কুইন্টন ডি'কক ও অনমোলপ্রীত সিংহকে পরপর ফিরিয়ে চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন দীপক চাহার। ৪ ওভারে যিনি মাত্র ১৯ রান খরচ করে ২ উইকেট তুলে নেন। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। একমাত্র সৌরভ তিওয়ারি (৪০ বলে ৫০ রান) ছাড়া আর কেউই রান পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান পর্যন্তই বোর্ডে তুলতে পারে মুম্বই।