PBKS vs SRH, 1 Innings Highlight: ব্যর্থ গেইল, শারজায় প্রথমে ব্যাট করে নাকানিচােবানি খেল পঞ্জাব
PBKS vs SRH, 1 Innings Highlight: শারজায় ২২ গজে ঝড় তোলার সুযোগ ছিল। কিন্তু ব্যর্থ হলেন ক্রিস গেইল। বড় রান তুলতে পারলেন না পঞ্জাবের অন্য ব্যাটাররাও।
শারজা: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একাদশে সুযোগ পেয়েছিলেন। শারজায় ২২ গজে ঝড় তোলার সুযোগ ছিল। কিন্তু ব্যর্থ হলেন ক্রিস গেইল। বড় রান তুলতে পারলেন না পঞ্জাবের অন্য ব্যাটাররাও। যার জন্য হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৫ রানই বোর্ডে তুলতে সক্ষম হল পঞ্জাব।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। ওপেনিংয়ে পঞ্জাবের হয়ে সফল জুটি কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল কেউই এদিন রান পেলেন না। ২ ওপেনারকে পরপর ফিরিয়ে দেন জেসন হোল্ডার। রাহুল ২১ বলে ২১ রান করেন। ময়ঙ্ক ৬ বলে ৫ রান করে ফেরেন। গেইলকে নিয়ে এদিন আশা ছিল। শারজায় ইউনিভার্সাল বসের ব্যাটিং ঝড়় দেখতে পাওয়া যাবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু পারলেন না ক্যারিবিয়ান তারকা। মারকুটে ইনিংস তো দূর অস্ত, ১৭ বলে মাত্র ১৪ রানের ইনিংস খেললেন গেইল। রশিদ খানের বলে উইকেটের সামনে পা পড়ে যায় তাঁর। নিকোলস পুরানের খারাপ ফর্ম এখনও অব্যাহত। মার্করম ২৭ রান করেন। লোয়ার অর্ডার কিছুটা রান বোর্ডে যোগ করায় শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১২৫ রানই তুলতে পারে পঞ্জাব কিংস।
হায়দরাবাদ বোলারদের মধ্যে জেসন হোল্ডার এদিন সর্বাধিক ৩ উইকেট নেন। ১টি করে উইকেট পান সন্দীপ শর্মা, ভুবনেশ্বর কুমার, রশিদ খান ও আবদুল সামাদ। খলিল আহমেদ ৩ ওভার বল করলেও এদিন কোনও উইকেট পাননি। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে সানরাইজার্স। আগের ম্য়াচে দিল্লির বিরুদ্ধেও হারতে হয়েছে। প্লে অফে যাওয়ার আশা নেই বললেই চলে। এই পরিস্থিতিতে আইপিএলের বাকি ম্যাচগুলো সে অর্থে কেন উইলিয়ামসন বাহিনীর কাছে নিয়মরক্ষার ম্যাচ।
আরও পড়ুন: সঞ্জুর অর্ধশতরান বিফলে, রাজস্থানকে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত দিল্লির