Jadeja on IPL: এক ওভারে ৩৭ রান! কী করে সম্ভব করলেন জাডেজা?
২০১১ সালে কোচি টাস্কার্সের বিরুদ্ধে পরমেশ্বরণের এক ওভারে ৩৭ রান নিয়েছিলেন সেই সময় আরসিবির হয়ে খেলা ক্রিস গেল। সেই রেকর্ড স্পর্শ করেন জাডেজা।
মুম্বই: এক ওভারে ৩৭ রান! অঙ্ক ঘাঁটলে মনে হবে, কী করে সম্ভব? কার্যত অসম্ভবকেই যেন সম্ভব করে দেখালেন রবীন্দ্র জাডেজা। সেই সঙ্গে স্পর্শ করলেন ক্রিস গেলের রেকর্ড।
রবিবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে ড্যান ক্রিশ্চিয়ান যখন তাঁর ক্যাচ ফেলেছিলেন, ৪ বলে শূন্য রানে ছিলেন জাডেজা। তারপর যেন অন্য মূর্তি ধরলেন। তবে সব হিসেবনিকেশ ঘেঁটে দিলেন সিএসকে-র অলরাউন্ডার। বিশেষ করে শেষ ওভারে। হর্ষল পটেলের ওভারে ৩৭ রান নিলেন তিনি। মারলেন পাঁচটি ছক্কা ও একটি চার। প্রথম দুই বলে ছক্কা মারার পর হর্ষল একটি নো বল করেছিলেন। সেই বলেও ছক্কা মারেন জাডেজা। অর্থাৎ সেই বলে ওঠে সাত রান। পরের বলে ফ্রি হিটেও ছক্কা মারেন। পরের বলে ফের তাঁর ক্যাচ পড়ে। দৌড়ে দুরান নেন জাডেজা। শেষ দুবলে একটি ছক্কা ও একটি চার মারেন। সব মিলিয়ে ৩৭।
২০১১ সালে কোচি টাস্কার্সের বিরুদ্ধে পরমেশ্বরণের এক ওভারে ৩৭ রান নিয়েছিলেন সেই সময় আরসিবির হয়ে খেলা ক্রিস গেল। সেই রেকর্ড স্পর্শ করেন জাডেজা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এ নিয়ে চতুর্থবার ওভারে ৩৭ রান উঠল। বিশ্বরেকর্ড স্কট স্টাইরিসের। ২০১২ সালে সাসেক্সের হয়ে কাউন্টি টি-টোয়েন্টি ম্যাচে জেমস ফুলারের এক ওভারে ৩৮ রান নিয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার। সেই রেকর্ড অল্পের জন্য অক্ষত রইল।
শুরু থেকে আঁটসাঁট বোলিং করেও শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের কাছে ১৯১ রান হজম করে বসেন বিরাটের বোলাররা। বা বলা ভাল হর্ষল পটেল। শুরুর তিন ওভারে মাত্র ১৪ রান খরচ করে যিনি সিএসকে-র তিনটি উইকেট তুলে নিয়েছিলেন, সেই হর্ষলই চার ওভারে দিলেন ৫১ রান। হর্ষলের চতুর্থ ওভার, যেটা সিএসকে ইনিংসের শেষ ওভার ছিল, রবীন্দ্র জাডেজা তুললেন রেকর্ড ৩৭ রান। ৫টি ছক্কা ও একটি চার মারলেন জাডেজা। একটি ফ্রি হিট পেয়ে ছক্কা মারেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৮ বলে ৬২ রান করেন জাডেজা। ৪টি চার ও ৫ ছক্কা ছিল তাঁর ইনিংসে। জাডেজার দাপটেই এক সময় দেড়শোর লক্ষ্যে এগনো সিএসকে প্রায় দুশোর কাছাকাছি রান তুলল। ১৯১/৪ স্কোরে শেষ করল ইনিংস।