IPL Records: ছক্কায় ধোনিকে ছাপিয়ে গেলেন রোহিত
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে আর একটি কীর্তি গড়লেন রোহিত। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে আইপিএলে মোট ৪ হাজার রান পূর্ণ করলেন তিনি।
চেন্নাই: বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হার দিয়ে শুরু। কিন্তু তারপর কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদকে পরপর দু ম্যাচে হারিয়ে ফের আইপিএলে স্বমহিমায় গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
শনিবার চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ১৩ রানে হারিয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদকে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছে ক্রিকেট বিশ্ব। এদিন ব্যাট হাতে সেভাবে কামাল দেখাতে না পারলেও কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির এক অনন্য আইপিএল কীর্তি পেরিয়ে গেলেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। কী সেই নজির?
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবারের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। ২৫ বলে ৩২ রানের দাপুটে ইনিংস খেলেছেন মুম্বই অধিনায়ক। দুটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। দুটি ছক্কা হাঁকিয়ে নতুন নজির গড়েছেন রোহিত। আইপিএলে মোট ২১৭টি ছক্কার মালিক হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। পেরিয়ে গিয়েছেন কিংবদন্তি এমএস ধোনির রেকর্ড। এর আগে পর্যন্ত আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ধোনির। সেই রেকর্ড পেরিয়ে গেলেন রোহিত।
আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা এসেছে ক্রিস গেলের ব্যাট থেকে। ৩৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ক্যারিবিয়ান মহাতারকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ২৩৭টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। ২১৭টি ছক্কা মেরেছেন তিনি। ধোনি মেরেছেন ২১৬টি ওভার বাউন্ডারি। অন্যদিকে আইপিএলে মোট ৪৬৪টি চার মেরেছেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে আইপিএলে আর একটি কীর্তি গড়লেন রোহিত। মুম্বইয়ের অধিনায়ক হিসাবে আইপিএলে মোট ৪ হাজার রান পূর্ণ করলেন রোহিত শর্মা। সব মিলিয়ে আইপিএলে ২০৩টি ম্যাচ খেলেছেন হিটম্যান। ৫৩২৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে। একটি শতরান ও ৩৯টি অর্ধশতরান রয়েছে রোহিতের ঝুলিতে। রোহিতের রেকর্ড দেখলে হিংসা করবেন বিশ্বের যে কোনও ব্যাটসম্যান।