Rishabh Pant IPL Record: দল হারলেও একই দিনে ২২ গজে জোড়া রেকর্ডের মালিক পন্থ
Rishabh Pant IPL Record: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঙ্গলবার ব্যাট হাতে ৩৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পন্থ। কিন্তু তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি।
শারজা: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে তাঁর দল হেরেছে। কিন্তু ২২ গজে একই দিনে জোড়া রেকর্ডের মালিক হলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এই মরসুমে পন্থ। আর ব্যাটসম্যান হিসেবে এবার নতুন নজির। প্রথম ভারতীয় উইকেট কিপার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম ৩ হাজার রানের মালিক হলেন এই তরুণ ক্রিকেটার। নিজের ১০৮ তম ইনিংসেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেললেন পন্থ। ভারতীয় ক্রিকেটার হিসেবে যদিও তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন পন্থ। তালিকায় প্রথম স্থানে রয়েছেন কে এল রাহুল (৯৩ ইনিংস)। দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না ও গৌতম গম্ভীর (১০৭ ইনিংস)।
একই দিনে আরও একটি নজির গড়লেন দিল্লির অধিনায়ক। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক রানের মালিকও এখন পন্থ। টপকে গেলেন বীরেন্দ্র সহবাগকে। নজফগড়ের নবাব দিল্লি ক্যাপিটালসের হয়ে ২,৩৮৫ রান করেছিলেন। তাঁকে টপকে পন্থ এখন এই ফ্র্য়াঞ্চাইজির রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মঙ্গলবার ব্যাট হাতে ৩৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন পন্থ। কিন্তু তিনি তাঁর দলকে জয় এনে দিতে পারেননি। ৩ উইকেটে ম্য়াচে জয় ছিনিয়ে নেয় নাইটরা।
মরুদেশে ব্যাটে-বলে সফল সুনীল নারাইন। ক্যারিবিয়ান তারকার দাপটে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ১১ ম্যাচের শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে চার নম্বরে কেকেআর। প্লে অফের দৌড়েও ভালমতোই রইল শাহরুখ খান, জুহি চাওলার দল।
এদিন প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১২৭/৯। বল হাতে সফল সুনীল নারাইন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট। কেকেআর বোলারদের মধ্যে সবচেয়ে কৃপণ ক্যারিবিয়ান বিস্ময় স্পিনারই। শিকারের তালিকায় দিল্লির অন্যতম সেরা ব্যাটার শ্রেয়স আইয়ার। রান তাড়া করতে নেমে কেকেআরের শুরুটা ভাল হয়েছিল। কিন্তু একটা সময় পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ১৫ ওভারের শেষে ৯৮/৫ হয়ে যায় স্কোর। ৩০ বলে জেতার জন্য ৩০ রান বাকি ছিল। শারজার উইকেটে যা বেশ কঠিন লক্ষ্য বলেই মনে করা হচ্ছিল। টানটান পরিস্থিতিতে ব্যাট হাতেও খেলা ঘোরালেন নারাইন। দিল্লির সেরা পেসার কাগিসো রাবাডার এক ওভারে ২১ রান তুললেন। দুটি ছক্কার পাশাপাশি মারলেন একটি চার। ওই একটা ওভারেই ঘুরে গেল ম্যাচ।