Arun Lal and Bulbul Exclusive: অরুণ টেস্ট অন্ত প্রাণ, আমার পছন্দ টি-২০ ও ওয়ান ডে, বলছেন সদ্যবিবাহিত বুলবুল
IPL 2022 Exclusive: অরুণ লাল ও বুলবুল। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপারজায়ান্টসের (RCB vs LSG) আইপিএল (IPL) এলিমিনেটর ম্যাচ দেখতে এসেছিলেন।
কলকাতা: ইডেনের (Eden Gardens) আপার টিয়ারের ওপরে প্রেসবক্স লাগোয়া বক্সে বসেছিলেন দুজনে। একজনের পরনে কালো ট্রাউজার্স ও গোলাপি শার্ট। অন্যজন ছিলেন বাঙালি সাজে। পরেছিলেন শাড়ি। গেরুয়া ও সবুজ রংয়ের ছোঁয়া।
অরুণ লাল (Arun Lal) ও বুলবুল। জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ সদ্য বিয়ে করেছেন দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে। ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপারজায়ান্টসের (RCB vs LSG) আইপিএল (IPL) এলিমিনেটর ম্যাচ দেখতে এসেছিলেন। ইডেনের দর্শকদের মতোই ঝলমলে দেখাচ্ছিল নবদম্পতিকে।
বুধবার গোটা শহরে বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনা। গ্যালারিতে শুধু একটাই গর্জন, বিরাট... বিরাট...। কাকে সমর্থন করছেন? এবিপি লাইভের সঙ্গে আড্ডার ফাঁকে বুলবুল বললেন, 'ভাল ম্যাচ দেখব, সেই আশাতেই এসেছি। আমি সমর্থন করি কলকাতা নাইট রাইডার্সকে। কেকেআর প্লে অফে খেলছে না বলে আলাদা করে কোনও দলকে সমর্থন করছি না।'
আইপিএল নিয়মিত দেখেন। মাঠেও আসেন বুলবুল। পছন্দের ক্রিকেটীয় ফর্ম্যাট কোনটা? বুলবুল বলছেন, 'অরুণ তো টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট অন্ত প্রাণ। ও বলে, ওটাই নাকি ক্রিকেটের প্রকৃত ফর্ম্যাট। একজন ক্রিকেটারের চারিত্রিক দৃঢ়তার পরীক্ষা নেয়। তবে আমি পছন্দ করি টি-টোয়েন্টি ও ওয়ান ডে ক্রিকেট।'
ঝড়ের জন্য তখন গোটা ইডেন প্লাস্টিকের কভারে ঢাকা। টস পিছিয়ে গিয়েছে। ক্লাব হাউসের সামনের লনে দাঁড়িয়ে ওয়ার্ম আপ করছে আরসিবির দুই বাংলার ক্রিকেটার আকাশ দীপ ও শাহবাজ আমেদ। অরুণ বললেন, 'দুজনই দারুণ ক্রিকেটার।'
আইপিএল এলিমিনেটর ম্যাচের ফাঁকেই কথায় কথায় চলে এল রঞ্জি ট্রফির প্রসঙ্গ। কোয়ার্টার ফাইনালে বাংলার সামনে ঝাড়খণ্ড। ২৭ তারিখ বেঙ্গালুরু রওনা হয়ে যাচ্ছে বাংলা দল। অরুণ বললেন, 'বৃহস্পতিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্র্যাক্টিস করাব। তারপর রওনা হব কোয়ার্টার ফাইনাল খেলতে।' যোগ করলেন, 'বাংলা দলের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলের জন্য ব্যস্ত ছিল। ক্লাব ম্যাচও খেলেছে মোটামুটি সবাই। তাই মাঝখানে বিরতি পড়লেও সমস্যা হবে না। সকলে ক্রিকেটের মধ্যেই রয়েছে।'
বিয়ের পর প্রথমবার ইডেনে একসঙ্গে ম্যাচ দেখলেন নবদম্পতি। ভাসলেন ক্রিকেটীয় উন্মাদনায়।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে গ্য়ালারি থেকেই গুজরাতের জন্য গলা ফাটালেন ঋদ্ধিমানের স্ত্রী