KKR vs MI, Innings Highlights: বিধ্বংসী বুমরার ৫ শিকার, ১৬৫ বোর্ডে তুলল কেকেআর
IPL 2022, KKR vs MI: আইপিএলের (IPL) শুরু থেকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না তারকা এই পেসারকে। কিন্তু এবার সেই বুমরা ফিরলেন একেবারে বিধ্বংসী মেজাজে। একটা, দুটো নয়।
মুম্বই: শুরুটা করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ২ ওপেনার অজিঙ্ক রাহানে ও ভেঙ্কটেশ আইয়ার। আর শেষটা করলেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) একাই। আইপিএলের (IPL) শুরু থেকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছিল না তারকা এই পেসারকে। কিন্তু এবার সেই বুমরা ফিরলেন একেবারে বিধ্বংসী মেজাজে। একটা, দুটো নয়। নিজের আইপিএল কেরিয়ারে প্রথম পাঁচ উইকেট তুলে নিলেন বুমরা (Jasprit Bumrah)। মাত্র ১১ ওভারে ১০০ রান বোর্ডে তুলেও শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৬৪ রান বোর্ডে তুলতে পারল কলকাতা নাইট রাইডার্স।
বুমরার পঞ্চবানে ভস্মীভূত নাইট ব্যাটিং লাইন আপ
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। তবে ইনিংসের প্রথম ১০ ওভার কলকাতার রানের গতি ছিল প্রতি ওভারে আটের ওপরে। নাইট একাদশে বদল হয়েছিল এদিন। ফিরেছিলেন রাহানে, ভেঙ্কটেশ আইয়ার। ২ জনেই ওপেনিংয়ে নামলেন। আর দ্রুত গতিতে রান তুললেন। বিশেষ করে ভেঙ্কটেশ আইয়ার। রাহানে উল্টোদিকে অ্যাঙ্কর রোল প্লে করছিলেন। ষষ্ঠ ওভারে বোর্ডে ৬০ রান তোলার পর প্রথম উইকেটের পতন হয় কলকাতার। কার্তিকেয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন ভেঙ্কটেশ। ২৪ বলে ৪৩ রানের ইনিংসে চারটে ছক্কা ও ৩টি বাউন্ডারি হাঁকান তিনি। রাহানে ২৪ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তিনটি বাউন্ডারি হাঁকান তিনই। শ্রেয়স আইয়ার ৬ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। তখন পর্যন্তও মনে হচ্ছিল যে দুশোর কাছাকাছি পৌঁছে যাবে নাইটরা। কিন্তু রাসেল ক্রিজে আসতেই বুমরাকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। অধিনায়কের আস্থার প্রতি অমর্যাদা করেননি তারকা পেসার। বুমরার বলেই ৯ রান করেই প্যাভিলিয়নে ফেরেন রাসেল। এরপর একে একে ফিরিয়ে দেন রানা, জ্যাকসন, কামিন্স ও নারিনকে। আঠারোতম ওভারে কোনও রান না দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন। শেষ পর্যন্ত ৪ ওভারের স্পেলে ১টি মেডেন দিয়ে ১০ রানে ৫ উইকেট তুলে নেন বুমরা।