KKR-MI Head to Head : মুম্বইয়ের ছেলের নেতৃত্বে কাটবে কি KKR-এর MI গাঁট?
IPL 2022 : পরিসংখ্যানের বিচারে মুম্বই শিবির কয়েক যোজন এগিয়ে থাকলেও মোমেন্টাম কিন্তু কলকাতা শিবিরের পক্ষেই।
পুণে : মুম্বই গাঁট কি কাটবে মুম্বইয়ের ছেলের হাত ধরেই? কলকাতার ক্রিকেট ভক্তদের অন্তত প্রত্যাশা তেমনটাই। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) মেগা ডুয়েলে আজ মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কেকেআর (KKR) শিবিরের কাছে আইপিএলে বরাবরেরই বড় গাঁট এমআই (MI) শিবির। এখনও পর্যন্ত আইপিএলে দু’দলের দেখা হয়েছে মোট ২৯ বার। মুম্বইয়ের জয় ২২ টি ম্যাচে। কলকাতার জিতেছে মাত্র ৭ টিতে। তাই মুম্বইয়ের ছেলে তথা কলকাতা ফ্র্যাঞ্চাইজির বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Sreyash Iyer) হাত ধরে যে পরিসংখ্যানের গতি-প্রকৃতিতে বদল আসবে বলেই আশা-ভরসা কেকেআর ভক্তদের।
বর্তমান পারফরম্যান্স
এবারের আইপিএলে এখনও তিনটের মধ্যে দু’টো ম্যাচেই জয়। আত্মবিশ্বাসে ফুটছে টিম কলকাতা। অন্যদিকে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই এই মরসুমে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি। সাম্প্রতিক অতীতের বদলে পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এগিয়ে কিন্তু মুম্বই।
হেড টু হেড
এখনও পর্যন্ত আইপিএলে দু’দলের দেখা হয়েছে মোট ২৯ বার। মুম্বইয়ের জয় ২২ টি ম্যাচে। কলকাতার জিতেছে মাত্র ৭ টিতে।
এক্স ফ্যাক্টর
রোহিত শর্মা (Rohit Sharma), ঈশান কিষাণ (Ishan Kishan) থেকে জসপ্রীত বুমরাহ (Jaspreet Bumrah), টিম মুম্বইয়ের তারকার ছড়াছড়ি। তবে বুধবার একটু কিছুটা হলেও অ্যাডভান্টেজ কেকেআর। আন্দ্রে রাসেল (Andre Russel) ফর্মে ফেরায় উজ্জীবিত গোটা দল। আগের ম্যাচে ব্যাট হাতে প্রায় একাই উড়িয়ে দিয়েছিলেন পঞ্জাব কিংসকে। পাশাপাশি, বল হাতে ধারাবাহিকতা দেখাচ্ছেন উমেশ যাদব (Umesh Yadav)।
কোয়ারেন্টিন পর্ব সেরে সম্ভবত এই ম্যাচেই দলে ফিরছেন অসি পেসার প্যাট কামিন্স (Patrick Cummins)। তেমনই ইঙ্গিত কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon Maccullam)। সেক্ষেত্রে দলের বাইরে বসতে পারেন টিম সাউদি (Tim Southee)।
আরও পড়ুন-আজ আইপিএলে ২ মুম্বইকরের মুখোমুখি লড়াই, কখন, কোথায় দেখবেন কলকাতা-মুম্বই ম্যাচ?