Jayawardene backs Rohit: ব্যাটে রান নেই রোহিতের, আশার বাণী শোনালেন জয়বর্ধনে
Jayawardene backs Rohit: ব্যাটার হিসেবে ব্যর্থ এখনও পর্যন্ত রোহিত শর্মা। তবে তা নিয়ে ভাবতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে। তিনি মনে করেন রোহিতের বড় ইনিংস পাওয়া সময়ের অপেক্ষা।
মুম্বই: পাঁচ ইনিংসে ঝুলিতে সাকুল্যে ১০৮ রান। টুর্নামেন্টের একটি ম্যাচেও এখনও পর্যন্ত দলকে জেতাতে পারেননি। অধিনায়ক হিসেবে ও ব্যাটার হিসেবে ব্যর্থ এখনও পর্যন্ত রোহিত শর্মা। তবে তা নিয়ে ভাবতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্সের হেডকোচ মাহেলা জয়বর্ধনে। তিনি মনে করেন রোহিত শর্মার বড় ইনিংস পাওয়া শুধুই সময়ের অপেক্ষা।
কী বলছেন জয়বর্ধনে
মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের পাশে দাঁড়িয়ে দলের হেডকোচ জয়বর্ধনে বলেন, ''যদি একবার আপনারা রোহিতের ব্যাটিংয়ের দিকে তাকান তবে দেখতে পাবেন ও কিন্তু প্রতিটা ইনিংসই দুর্দান্ত শুরু করে। কিন্তু এরপর আর তা বড় করতে পারছে না। এই নিয়ে রোহিত নিজেও হতাশ। আমরা এর আগেও দেখেছি যে রোহিত নিজের ইনিংস অনেক গভীর পর্যন্ত নিয়ে যায়। ১৪-১৫ ওভার পর্যন্ত ব্যাট করে বড় রান স্কোরবোর্ডে তুলে দেয় ও। আমি নিশ্চিত, আর কিছুক্ষণের অপেক্ষা শুধু।''
মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স
এখনও পর্যন্ত আইপিএলে টানা ৫ ম্যাচ খেলে সব ম্যাচেই হেরেছে মুম্বই। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে শুরু হয়েছিল মুম্বইয়ের। এরপর রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল রোহিতদের। শেষ ম্য়াচে পাঞ্জাবের বিরুদ্ধে ১২ রানে হারতে হয় তাঁদের।