IPL 2022 Auction, Day 2 LIVE: উমেশ-নবিকে কিনে শেষ বেলায় দল গোছাল কেকেআর
IPL 2022 Mega Auction Live: আইপিএল নিলামের প্রথম দিনেই চমক। ১২ কোটি ২৫ লক্ষ টাকায় শ্রেসয় আইয়ারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স (kkr)। প্যাট কামিন্সকেও ৭ কোটি ২৫ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।

Background
বেঙ্গালুরু: আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়ান্টস (lucknow supergiants) ও গুজরাট টাইটানস (gujarat lions)। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল (ipl 2022)। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।
এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।
গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।
IPL Auction Live: আমন খানকে নিল কেকেআর
বেস প্রাইস ২০ লক্ষ টাকায় আমন খানকে দলে নিল কেকেআর।
IPL Auction 2022 Live: উমেশ ও নবিকে কিনল কেকেআর
উমেশ যাদবকে ন্যূনতম দর ২ কোটি টাকা ও মহম্মদ নবিকে ১ কোটি টাকায় কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।




















