IPL 2022 Mega Auction: মাত্র ৫০ লক্ষ বেস প্রাইসে আইপিএলের নিলামে নাম লেখালেন শ্রীসন্থ
IPL 2022 Mega Auction: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আর হয়ত প্রত্যাবর্তন হবে না। কিন্তু নির্বাসন মুক্ত হওয়ার পর রঞ্জি (ranji) ট্রফিতে কেরলের (kerala) প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই পেসার।
কেরল: আসন্ন নিলামের জন্য় এবার নাম লেখালেন জাতীয় দলের প্রাক্তন পেসার এস শ্রীসন্থ (s Sreesanth)। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আর হয়ত প্রত্যাবর্তন হবে না। কিন্তু নির্বাসন মুক্ত হওয়ার পর রঞ্জি (ranji) ট্রফিতে কেরলের (kerala) প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই তারকা পেসার। এবার বেস প্রাইস মাত্র ৫০ লক্ষ টাকা রেখে আইপিএলের (ipl) নিলামে নাম লেখালেন শান্তকুমারন শ্রীসন্থ (sreesanth)। এখন দেখার আদৌ কোনো ফ্র্যাঞ্চাইজি এই অভিজ্ঞ পেসারকে নিতে আগ্রহী হয় কি না।
উল্লেখ্য, নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পরই কেরলের হয়ে সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন শ্রীসন্থ। বিজয় হাজারে ট্রফিতে ১৩ উইকেটও ঝুলিতে পুরে নিয়েছেন। এরপর ডাক পেয়ে যান কেরলের রঞ্জি স্কোয়াডে। রাজ্য় দলে প্রাথমিক ২৪ দলের স্কোয়াডে তিনি জায়গা করে নিয়েছেন। এবার আইপিএলেও ফিরতে মরিয়া তিনি। উল্লেখ্য, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার সময়ই স্পট ফিক্সং কাণ্ডে জড়িয়ে পড়েছিলেন এই ডানহাতি পেসার। ফের আইপিএলে প্রত্যাবর্তনে মরিয়া শ্রীসন্থ।
উল্লেখ্য, ২০১৩ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় শ্রীসন্ত ও তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা ও অঙ্কিত চবন স্পট-ফিক্সিং করেন বলে অভিযোগ ওঠে। তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এছাড়া মুম্বইয়ে গ্রেফতার হন বিন্দু দারা সিংহ ও চেন্নাই সুপার কিংসর অন্যতম শীর্ষকর্তা গুরুনাথ ময়াপ্পান। ২০১৫ সালে অবশ্য শ্রীসন্তকে রেহাই দেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। যদিও তার আগেই এই পেসারকে আজীবন নির্বাসিত করার কথা ঘোষণা করেছিল বিসিসিআই। ২০১৮ সালে সেই সিদ্ধান্ত বাতিল করার কথা ঘোষণা করে কেরল হাইকোর্ট। গত বছর আবার সেই রায় বাতিল করে বিসিসিআই-এর পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। তবে শাস্তি কমাতে বলে আদালত। এরপরেই আজীবন নির্বাসনের বদলে সাত বছর নির্বাসনের কথা ঘোষণা করে বিসিসিআই। ২০১৩ সালের মে মাসের পরে আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি শ্রীসন্ত। ফলে এতদিন পরে তাঁর পক্ষে আর রঞ্জি ট্রফি খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় ছিল।