MS Dhoni: আইপিএলের ফাঁকেই ধোনির বাড়িতে পৌঁছে গেল ২ হাজার কড়কনাথ !
IPL 2022: আইপিএলের ফাঁকেই ধোনির বাড়িতে পৌঁছে গেল ২ হাজার কড়কনাথ! ধোনি বরাবরই চাষবাস, পশু প্রতিপালন পছন্দ করেন। রাঁচির রিং রোডের ধারে তাঁর বিশাল ফার্ম হাউস।
মুম্বই: তিনি ব্যস্ত আইপিএলে (IPL)। চেন্নাই সুপার কিংসের (CSK) অন্যতম প্রধান ভরসা। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন, ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এখনও ফুরিয়ে যাননি।
ধোনির নতুন আগ্রহ
আইপিএলের ফাঁকেই ধোনির বাড়িতে পৌঁছে গেল ২ হাজার কড়কনাথ! ধোনি বরাবরই চাষবাস, পশু প্রতিপালন পছন্দ করেন। রাঁচির রিং রোডের ধারে তাঁর বিশাল ফার্ম হাউস। সেখানে স্ট্রবেরি থেকে শুরু করে ক্যাপসিকাম, সবই ফলান। পাশাপাশি বেশ কয়েকটি প্রজাতির কুকুর, ঘোড়া রয়েছে। সেখানেই এবার মুরগি প্রতিপালন শুরু করতে চলেছেন জাতীয় দলের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মধ্যপ্রদেশের একটি কো-অপারেটিভ সংস্থা জানিয়েছে যে, প্রোটিন সমৃদ্ধ কড়কনাথের ২ হাজার বাচ্চা রাঁচিতে ধোনির ফার্ম হাউসে পাঠানো হয়েছে। কড়কনাথের মাংস, ডিম বাজারে সাধারণ মুরগির চেয়ে বেশি দামে বিক্রি হয়। ধোনি কড়কনাথ প্রতিপালনে আগ্রহী হওয়ায় এই মুরগির ব্যবসা লাভবান হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল সকলে।
কোহলির পাশে
এদিকে, ব্যাট হাতে তাঁর দুঃসময় চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরি প্রায় আড়াই বছর আগে। আইপিএলে (IPL) শেষ চার ইনিংসে তাঁর রান যথাক্রমে ১, ১২, ০ ও ০। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) জার্সিতে এত নিষ্প্রভ বিরাট কোহলিকে (Virfat Kohli) আগে কখনও দেখা যায়নি।
তবে খারাপ সময়ে কিংগ কোহলি পাশে পেয়ে গেলেন ইংল্যান্ডের তারকা ফুটবলারের সমর্থন। হ্যারি কেন (Harry Kane)। যিনি বিরাটের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, আইপিএলে আরসিবি-ই তাঁর প্রিয় দল।
আইপিএলে নিজের প্রিয় দলের নাম জানালেন টটেনহ্যাম হটস্পারের তারকা ফরওয়ার্ড হ্যারি কেন। এর পাশাপাশি তিনি আইপিএলে নিজের প্রিয় তারকার নামও জানালেন। শুধু তাই নয়, হ্যারি কেন বিশ্বাস করেন যে, চলতি আইপিএলে বড় চমক দেখাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন বলেছেন, ‘আমার প্রিয় দল আরসিবি। আমি ভাগ্যবান যে, বিরাট কোহলির সঙ্গে অনেকবার দেখা হয়েছে এবং কথাও হয়েছে। এ বার আরসিবি কিছু ভাল খেলোয়াড় কিনেছে। গত বছর ভাগ্য ভাল ছিল না। কিন্তু এই বছর আশা করি আইপিএলে আরসিবি ভাল খেলবে।’
আরও পড়ুন: সহবাগকে চুপ রাখার জন্য এ কী আজব কাণ্ড করতেন সচিন!