IPL 2022: আজ প্লে অফের দৌড়ে থাকার লড়াই দিল্লি বনাম পাঞ্জাবের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2022: ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আজ প্লে অফে ওঠার লড়াইয়ে আমনে সামনে হতে চলেছে ২ দল। ঋষভ পন্থের (Rishabh Pant) দিল্লি ও ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব। ২ দলই এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে।
মুম্বই: আজ আইপিএলে ২২ গজে মুখোমুখি পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে আজ প্লে অফে ওঠার লড়াইয়ে আমনে সামনে হতে চলেছে ২ দল। ঋষভ পন্থের দিল্লি ও ময়ঙ্ক অগ্রবালের পাঞ্জাব। ২ দলই এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলেছে। ঝুলিতে পুরে নিয়েছে ১২ পয়েন্ট।
আজ আইপিএলে
পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস
কোথায় খেলা
ডি ওয়াই পাটিল, নভি মুম্বই
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
কোথায় দেখা যাবে
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে কোথায়?
আইপিএলের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ১২ ম্য়াচে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে পাঁচ নম্বরে রয়েছে। অন্যদিকে পাঞ্জাব কিংসের ঝুলিতে রয়েছে ১২ ম্যাচে ১২ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলে সাত নম্বরে। মাঝে ছয় নম্বরে রয়েছে কেকেআর। আজ যদি পাঞ্জাব কিংস জেতে তবে কিছুটা সুযোগ থাকবে কেকেআরেরও।
কলকাতার প্লে অফের সুযোগ
শ্রেয়স আইয়ারের দলের জন্যও এখনও আইপিএলের প্লে অফে খেলার সুযোগ থাকতে পারে। কিন্তু যদিও অন্য দলের ওপরও তা নির্ভর করছে। প্রথমত কেকেআরকে তাদের শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে। দ্বিতীয়ত গুজরাতের বিরুদ্ধে আরসিবিকে হারতেই হবে। সেক্ষেত্রে ফাফ ডু প্লেসির দল ১৪ পয়েন্টেই আটকে থাকবে। নেট রান রেটে কলকাতা আরসিবিকে টেক্কা দিয়ে দেবে। সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে জায়গা করে নেবে রাজস্থান, যদি তারা তাদের শেষ ম্যাচে জিতে লিগ পর্যায় শেষ করে।
গতকাল লখনউ সুপারজায়ান্টসে হারিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। অন্য়দিকে প্রথম খেলায় চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছিল গুজরাত টাইটান্স। আগামী ২৪ মে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে খেলতে নামবে হার্দিক পাণ্ড্যর দল।