IPL 2022 : কোন মাঠে কত ম্যাচ, কী ফর্ম্যাটে আসন্ন আইপিএল, রইল বিস্তারিত
IPL 2022 Schedule : আইপিএলের গ্রুপপর্বের মোট ৭০টি ম্যাচ আয়োজিত হবে ৪ টি মাঠে। মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও পুণের এসসিএ স্টেডিয়ামে আয়োজিত হবে গ্রুপপর্বের ম্যাচগুলি।
মুম্বই : করোনা অতিমারির (Corona Pandemic) প্রকোপ কমলেও মারণ ভাইরাসের হানার জেরে বদলাচ্ছে আসন্ন আইপিএলের ফর্ম্যাট (IPL Format)। দুই ফ্র্যাঞ্চাইজির ঘরের মাঠে চিরাচরিত হোম-অ্যাওয়ে আদলের বদলে ঘরের ও বাইরের ম্যাচ হবে নির্দিষ্ট কিছু ভেন্যুতে (Venue)। আগামী ২৬ মার্চ শুরু হতে চলেছে আইপিএলের ১৫ তম সংস্করণ। প্রতিযোগিতার ফাইনাল ২৯ মে। করোনা আবহের কথা মাথায় রেখে গ্রুপপর্বের (IPL League Matches) মোট ৭০টি ম্যাচ আয়োজিত হবে ৪ টি মাঠে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (২০ ম্যাচ), মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে (১৫ ম্যাচ), মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে (২০ ম্যাচ) ও পুণের এসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে (১৫ ম্যাচ) আয়োজিত হবে গ্রুপপর্বের ম্যাচগুলি। আর প্লে-অফের (IPL Playoff) ম্যাচগুলি কোথায় আয়োজিত হবে সে নিয়ে সিদ্ধান্ত পরে হবে বলেই সিদ্ধান্ত হয়েছে আইপিএলের গর্ভনিং বডির আলোচনায়।
কোন দল খেলতে কত ম্যাচ, কীভাবে-
আসন্ন আইপিএলে ১০ টি দলই গ্রুপপর্বে হোম-অ্যাওয়ে ভিত্তিতে মোট ১৪ টি ম্যাচ খেলবে। আইপিএলের আগের সাফল্যের ভিত্তিতে দশটি ফ্র্যাঞ্চাইজিকে ভাগ করা হয়েছে দুটি দলে। একই গ্রুপে থাকা দলগুলি একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। আর ভিন্ন গ্রুপের দলের সঙ্গে একটি করে ম্যাচেই মুখোমুখি হবে অন্য গ্রুপে থাকা ফ্র্যাঞ্চাইজি।
ঠিক কীভাবে এই গ্রুপবিন্যাস-
আইপিএলে খেতাবজয় ও ফাইনাল খেলার ভিত্তিতে তালিকাটি তৈরি হয়েছে। জোড় সংখ্যার ও বিজোড় সংখ্যার ভিত্তিতে গ্রুপ এ ও বি তৈরি করা হয়েছে।
যেখানে পরপর ফ্র্যাঞ্চাইজিগুলো হল- ১) মুম্বই ইন্ডিয়ান্স, ২) চেন্নাই সুপার কিংস, ৩) কলকাতা নাইট রাইডার্স, ৪) সানরাইজার্স হায়দরাবাদ, ৫) রাজস্থান রয়্যালস, ৬) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৭) দিল্লি ক্যাপিটালস, ৮) পাঞ্জাব কিংস, ৯) লখনউ সুপার জায়ান্টস, ১০) গুজরাট টাইটান্স।
অর্থাৎ আইপিএলের গ্রুপপর্বের দুটি গ্রুপ যথাক্রমে-
এ-মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
বি-চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।
(এ গ্রুপের থাকা দল এ-গ্রুপে থাকা অপর দলগুলির বিরুদ্ধে ২ টি করে ম্যাচ খেলবে, আর এ গ্রুপের কোনও দল বি গ্রুপের অন্য দলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবে গ্রুপপর্বে । একটি দলের বিরুদ্ধে অবশ্য দুটি ম্যাচ খেলবে অন্য গ্রুপের দল।)
View this post on Instagram
আরও পড়ুন- নিলামের পর ঝুলিতে ২৫ ক্রিকেটার, কেমন হল এবারের কেকেআর দল?