(Source: ECI/ABP News/ABP Majha)
GT vs DC, Match Highlights : ইশান্তদের দুরন্ত পারফরম্যান্স, বোলারদের বিক্রমে ৫ রানে গুজরাতকে টেক্কা দিল্লির
IPL 2023, GT vs DC : শেষ ওভারে ১২ রান আটকানোর কাজে নেমে সফল হন আইপিএলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা।
আমদাবাদ : অত্যন্ত কম রানের পুঁজি নিয়েও বাজিমাত দিল্লির বোলারদের। আইপিএল লিগ তালিকার শীর্ষে থাকা গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দুরন্ত ব্যাটিংকে মাত্র ১২৫ রানে বেঁধে রেখে ৫ রানে ম্যাচ বের করে নিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহম্মদ শামি (৪ /১১) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৩০ রান খাড়া করতে সক্ষম হয়েছিল দিল্লি শিবির। তাঁদের টপ অর্ডারের সব ব্যাটারই কার্যত ব্যর্থ হয়েছিলেন। কিন্তু দুই ইনিংসের মাঝে কে জানত, দিল্লির কপালেই জুটতে চলেছে দুরন্ত এক জয়। তবে শুধু ক্রিকেটদেবতাই নন, দিল্লির দুরন্ত জয়ের নেপথ্যে মূল কারিগর তাদের বোলাররা।
ইশান্ত শর্মা, খলিল আহমেদ থেকে আনরিখ নর্খে, কুলদীপ যাদবরা দুরন্ত বোলিংয়ের নমুনা মেলে ধরেন। গুজরাত শিবিরে শুরুতেই একের পর এক আঘাত এনে ইশান্ত-খলিলরা বুঝিয়ে দিয়েছিলেন, বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটিও ছাড়ছেন না তারা। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে গুজরাতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য-র জমাটি ব্যাটিং ও খেলার ১৯ তম ওভারে নর্খেকে রাহুল তেওয়াতিয়ার টানা তিনটি ছক্কা অবশ্য প্রবলভাবে ম্যাচ এনে দিয়েছিল গুজরাতের দখলে। যদিও শেষ ওভারে ১২ রান আটকানোর কাজে নেমে সফল হন আইপিএলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা। শেষ ওভারে তেওয়াতিয়া ছাড়াও গুজরাতের গত কেকেআর ম্যাচের নায়ক বিজয় শঙ্করকে সাজঘরে ফেরান তিনি। যে ইনসুইংগারে ইশান্ত শঙ্করের স্টাম্প ছিটকে দিয়েছেন, তা সম্ভবত দুরন্ত বোলিং প্রদর্শন মেলে ধরা ম্যাচের দিনের সেরা বল।
আরও পড়ুন- আগুন ঝরালেন শামি, আইপিএলে ব্যক্তিগত সেরা ৪ উইকেট
৫৩ বলে ৭ টি চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের জমাটি ইনিংস খেললেও লিগ তালিকার একেবারে নিচে থাকা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দলের হার এড়াতে ব্যর্থ হন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। এই ম্যাচে হারলেও গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত অবশ্য থাকছে লিগ তালিকার শীর্ষেই।
View this post on Instagram
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন