IPL 2024: আজ পাঞ্জাব একাদশে ফিরবেন ধবন? রাহানের ফর্ম চিন্তার কারণ সিএসকে শিবিরে
IPL 2024, CSK vs PBKS: এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। চিপকে পাঞ্জাব কিংসের রেকর্ড কিন্তু বেশ ভাল।
চেন্নাই: আইপিএলে আরও একটা রোমাঞ্চকর লড়াইয়ে আজ চিপকের ২২ গজে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। চেন্নাই তাদের আগের ম্য়াচে চিপকে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। অন্য়দিকে পাঞ্জাব কিংস এই আইপিএলে নতুন রেকর্ড গড়েছে। ২৬২ রান তাড়া করতে নেমে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে এত বড় রান তাড়া করে জয় এর আগে কখনও হয়নি। আজকের ম্য়াচে নামার আগে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে প্রীতি জিন্টার দল।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্য়ে ১৫ বার জয় ছিনিয়ে নিয়েছে রুতুরাজের দল। অন্যদিকে পাঞ্জাব ১৩ বার জিতেছে। তবে চিপকে ধোনি বাহিনীকে মোট ৩ বার হারিয়েছে প্রীতির শিবির। চেন্নাইকে তাদেরই ঘরের মাঠে এর থেকে বেশিবার একমাত্র হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ৫ বার সিএসকের বিরুদ্ধে চিপকে জয় পেয়েছে।
সিএসকে দল হিসেবে ৯টি ম্য়াচ খেলে পাঁচ ম্য়াচ জিতে প্লে অফের দৌড়ে ভীষণভাবে রয়েছে। তবে তাদের দলে মূল চিন্তার কারণ হতে পারে ওপেনিং কম্বিনেশনে ব্যর্থতা। বিশেষ করে অজিঙ্ক রাহানে একেবারেই রানের মধ্যে নেই। তাঁর সঙ্গে নামছেন রুতুরাজ। রাহানে দ্রুত আউট হয়ে যাওয়ায় রুতুরাজের ওপর চাপ বাড়ছে প্রতি ম্য়াচে। তবুও পারফর্ম করছেন সিএসকে অধিনায়ক। এছাড়াও অতিরিক্ত শিবম দুবে নির্ভরতাও কিন্তু ভােগাতে পারে সিএসকেকে। বোলিং লাইন আপে অবশ্য পাথিরানা, মুস্তাফিজুর জুটি প্রতিপক্ষকে চাপে রেখেছে। ড্যারেল মিচেলের ফর্মও একটা চিন্তার বিষয়। তিনি ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন।
View this post on Instagram
পাঞ্জাব কিংস শিবিরে ধবন চোট সারিয়ে ফিরতে পারেন একাদশে। সিকান্দার রাজা জাতীয় দলের দায়িত্ব সামলাতে দেশে ফিরে গিয়েছেন। ধবনের পরিবর্তে স্যাম কারান বর্তমানে পাঞ্জাব দলের নেতৃত্বভার সামলাচ্ছেন। কিন্তু তিনি একেবারেই সফল নন। কেকেআর ম্য়াচ বাদ দিলে প্রতি ম্য়াচে নিজেও পারফর্ম করতে পারেননি সেভাবে। ফলে তাঁর ওপরও চাপ থাকবে সিএসকে ম্য়াচে।