DC vs RR LIVE Score: শুরুতে ম্যাকগার্ক, পোড়েল, শেষে স্টাবসের ঝোড়ো ব্যাটিং রাজস্থানের বিরুদ্ধে ২২১/৮ তুলল দিল্লি
IPL 2024 DC vs RR LIVE Score: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে ১২ রানে দিল্লি ক্যাপিটালসকে হারায় রাজস্থান রয়্যালস।
LIVE
Background
নয়াদিল্লি: এক দলের সামনে সরকারিভাবে প্লে-অফের টিকিট পাকা করার সুযোগ, আরেক দলের জন্য এই দৌড়ে টিকে থাকার জন্য জিততেই হবে। আইপিএল (IPL 2024) একেবারে 'বিজনেস এন্ডে' চলে এসেছে। প্রতিটি ম্যাচে লিগ তালিকার নকশা সম্পূর্ণ ওলট পালট করে দিতে পারে। এমন পরিস্থিতি আজ রাজধানীতে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস (Delhi Capitals vs Rajasthan Royals)।
দিল্লিকে হারালেই এ মরশুমে প্রথম দল হিসাবে প্লে-অফে পৌঁছে যাবে রাজস্থান। আর জয় পেলে দিল্লির প্লে-অফের আশা বজায় থাকবে। গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারলেও শেষ ছয় ম্যাচের চারটিতে জেতা দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ ভাল ফর্মেই রয়েছে। আর গোটা মরশুমেই নিজেদের খেলার মাধ্যমে নজর কেড়েছে রাজস্থান। এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের লড়াইয়ের পাশাপাশি কিন্তু দুই দলের অধিনায়কের ওপর বিশেষ করে নজর থাকবে। সঞ্জু স্যামসন (Sanju Samson) বনাম ঋষভ পন্থের (Rishabh Pant) লড়াইটা এই ম্যাচ বা আইপিএলে সীমাবদ্ধ নয়। দুই তারকাই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। কিন্তু একাদশে প্রথম কিপার হিসাবে কে সুযোগ পাবেন তা কিন্তু এখনও নিশ্চিত নয়।
একদিকে স্যামসন ৬৪.১৬ গড় ও ১৫৯.০৯ স্ট্রাইক রেটে ৩৮৫ রান করেছেন। পন্থ ৪৪.২২ গড়ে করেছেন ৩৯৮ রান। দুই অধিনায়কের মগজাস্ত্রের লড়াইয়ের পাশাপাশি তাই ব্যক্তিগত ফর্মের দিকেও সকলের নজর থাকবে। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কিন্তু রাজস্থানের রেকর্ড বেশ ভাল। শেষ আট ম্যাচের পাঁচটিতেই জিতেছে তারা। দিল্লি সেই পরিসংখ্যান ভুলে জয়ের লক্ষ্যে নামবে। সেই লক্ষ্যে তারা মাঠে নামার আগে বুস্টও পেয়ে গিয়েছে। ঈশান্ত শর্মা চোট সারিয়ে ফিরেছেন। তিনি এই ম্যাচে খেলতে পারেন। তবে ডেভিড ওয়ার্নার অনুশীলন করলেও, তাঁর বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানান দিল্লির কোচ পন্টিং।
DC vs RR LIVE: ৫০ পার
পঞ্চম ওভারে উঠল ১৫ রান। ৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫৭/১। স্যামসন ৪১ ও বাটলার ছয় রানে ব্যাট করছেন।
DC vs RR LIVE Updates: শুরুতেই ধাক্কা
খলিল আমেদের বিরুদ্ধে চার মেরে শুরুটা করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু পরের বলেই বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। টাইম করতে পারেননি বল।
DC vs RR LIVE: ২২২ রানের টার্গেট
শেষ ওভারে উঠল ১৮ রান। রাজস্থান রয়্যালসকে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। স
DC vs RR LIVE Updates: ১৯তম ওভারে দু'শো
১৯তম ওভারে দুইশো রানের গণ্ডি পার করে ফেলল দিল্লি ক্যাপিটালস। স্টাবস ২৯ ও রশিক দার আট রানে ব্যাট করছেন। দিল্লির বর্তমান স্কোর ছয় উইকেটে ২০৩।
DC vs RR LIVE: ২১ রানের ওভার
যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিং করলেন ট্রিস্টান স্টাবস। ওভারে উঠল ২১ রান। ১৮ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ১৮৯/৫। স্টাবস ২৪ ও গুলবদন নাইব ১৮ রানে ব্যাট করছেন।