DC vs RR LIVE Score: শুরুতে ম্যাকগার্ক, পোড়েল, শেষে স্টাবসের ঝোড়ো ব্যাটিং রাজস্থানের বিরুদ্ধে ২২১/৮ তুলল দিল্লি
IPL 2024 DC vs RR LIVE Score: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে ১২ রানে দিল্লি ক্যাপিটালসকে হারায় রাজস্থান রয়্যালস।
LIVE

Background
DC vs RR LIVE: ৫০ পার
পঞ্চম ওভারে উঠল ১৫ রান। ৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫৭/১। স্যামসন ৪১ ও বাটলার ছয় রানে ব্যাট করছেন।
DC vs RR LIVE Updates: শুরুতেই ধাক্কা
খলিল আমেদের বিরুদ্ধে চার মেরে শুরুটা করেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু পরের বলেই বড় শট মারতে গিয়ে আউট হলেন তিনি। টাইম করতে পারেননি বল।
DC vs RR LIVE: ২২২ রানের টার্গেট
শেষ ওভারে উঠল ১৮ রান। রাজস্থান রয়্যালসকে ২২২ রানের টার্গেট দিল দিল্লি ক্যাপিটালস। স
DC vs RR LIVE Updates: ১৯তম ওভারে দু'শো
১৯তম ওভারে দুইশো রানের গণ্ডি পার করে ফেলল দিল্লি ক্যাপিটালস। স্টাবস ২৯ ও রশিক দার আট রানে ব্যাট করছেন। দিল্লির বর্তমান স্কোর ছয় উইকেটে ২০৩।
DC vs RR LIVE: ২১ রানের ওভার
যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে ধ্বংসাত্মক মেজাজে ব্যাটিং করলেন ট্রিস্টান স্টাবস। ওভারে উঠল ২১ রান। ১৮ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ১৮৯/৫। স্টাবস ২৪ ও গুলবদন নাইব ১৮ রানে ব্যাট করছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
