IPL 2024: চোট পাওয়া এনগিডির পরিবর্তে দিল্লি দলে নিল ২৯ বলে সেঞ্চুরি হাঁকানো অজি তরুণকে
Delhi Capitals: ম্য়াকগ্রুককে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এদিনই দলের তরফে বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। নিলামের নাম তুলেছিলেন জ্যাক। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
নয়াদিল্লি: আইপিএল শুরু হওয়ার আগেই যে দলটি বেশি চর্চিত, সেটি হল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ঋষভ পন্থের চোট সারিয়ে ফিরে আসা। হ্যারি ব্রুকের সরে দাঁড়ানো। এবার চোট পেয়ে ছিটকে গেলেন লুঙ্গি এনগিডি। তাঁর পরিবর্তও যদিও খুঁজে নিল ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার জ্যাক ফ্র্যাশার ম্য়াকগ্রুককে দলে নিল দিল্লি ক্যাপিটালস। এদিনই দলের তরফে বিবৃতি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। নিলামের নাম তুলেছিলেন জ্যাক। বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। কিন্তু কোনও দলই নিলাম থেকে তাঁকে নেয়নি। অবশেষে ন্যূনতম মূল্যেই তাঁকে জ্যাককে দলে নিয়ে নিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''দিল্লি ক্যাপিটালস আইপিএলের আগামী মরশুমের জন্য জ্যাক ফ্র্যাশার ম্য়াকগ্রুকের নাম ঘোষণা করেছে লুঙ্গি এনগিডির পরিবর্ত হিসেবে। দক্ষিণ আফ্রিকার পেসার এনগিডি, যে আইপিএলে ১৪ ম্য়াচে ২৫ উইকেট নিয়েছেন, সে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। জ্যাক ফ্র্যাশার অস্ট্রেলিয়ার জার্সিতে ২টো ওয়ান ডে খেলেছেন। ন্যূনতম বেস প্রাইস ৫০ লক্ষ টাকা দিয়েই জ্যাককে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।''
View this post on Instagram
গত মরশুমে মাত্র ১০ পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছিল দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে শেষ করেছিল তারা। ফলে নতুন মরশুমে যাতে সাফল্য আসে, তার জন্য ঢেলে নিলাম থেকে ভাল করে দল সাজিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। আগামী ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁদেরই ঘরের মাঠে প্রথম আইপিএল ম্য়াচ এবার খেলতে নামবে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ৩১ মার্চ সিএসকের বিরুদ্ধে প্রথমবার ঘরের মাঠে আইপিএল খেলতে নামবেন পন্থরা। এরপর ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে দিল্লি।
দিল্লি ক্যাপিটালস গত মরশুমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্ব খেলতে নেমেছিল। আগামী মরশুমেও কি প্রথম থেকে পন্থের নেতৃত্বেই খেলতে নামবে দিল্লি? এখনও পর্যন্ত অবশ্য সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম ম্য়াচেই চেন্নাই সুপার কিংস তাঁদের ঘরের মাঠে পি চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে আরসিবির।
আরও পড়ুন: নেতৃত্বে কামিন্স, রয়েছেন ভুবি, মারক্রামরা, কতটা শক্তিশালী সানরাইজার্স, কোথায় দুর্বল?