IPL 2024: স্যালুট জানিয়েই স্বাগত, ধ্রুবকে তাঁরই সেলিব্রেশন মনে করিয়ে দিল হোটেল কর্তৃপক্ষ
Dhruv Jurel: টিম হোটেলে পৌঁছতেই অভিনব সংবর্ধনা পান ধ্রুব। হোটেলের স্টাফরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট জানিয়ে আমন্ত্রণ জানান তরুণ এই উইকেট কিপার ব্যাটারকে।
জয়পুর: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন ধ্রুব জুড়েল। ব্যাট হাতে নজরকাড়া পারফরম্য়ান্সের পর নিজের বাবাকে স্যালুট জানিয়েছিলেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে সেনাবাহিনীতে ছিলেন ধ্রুবর বাবা। রাঁচি টেস্টে অর্ধশতরান হাঁকানোর পর তা নিজের বাবাকে উৎসর্গ করেন ধ্রুব। যা সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বেশ। আইপিএলে রাজস্থান রয়্যালস শিবিরে রয়েছেন ধ্রুব। দলের সঙ্গে শনিবারই যোগ দিলেন তিনি। টিম হোটেলে পৌঁছতেই অভিনব সংবর্ধনা পান ধ্রুব। হোটেলের স্টাফরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্যালুট জানিয়ে আমন্ত্রণ জানান তরুণ এই উইকেট কিপার ব্যাটারকে। সেই ভিডিও রাজস্থান রয়্য়ালস তাঁদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে।
View this post on Instagram
সম্প্রতি জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক হয়েছে ধ্রুবের। কে এস ভরত দলে থাকলেও সুযোগ পেয়েছিলেন ধ্রুব জাতীয় দলে। আর সুযোগ পেয়েই তা কাজে লাগান এই তরুণ উইকেট কিপার ব্য়াটার। রাজস্থান রয়্যালসে এই নিয়ে দ্বিতীয় বছর ধ্রুবের। সঞ্জু স্যাসমন থাকায় একাদশে কতটা সুযোগ পাবেন তা এখন দেখার বিষয়। আগামী ২৪ মার্চ লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে রাজস্থান শিবির।
উল্লেখ্য়, রাঁচি টেস্টে ইংল্যান্ড শিবিরের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ১৭৭ রান বোর্ডে তুলতেই ৭ উইকেট খুঁইয়ে বসেছিল ভারতীয় দল। সেখান থেকে কুলদীব যাদবের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন ধ্রুব। ৭৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কুলদীপের সঙ্গে। শেষ উইকেটে আকাশ দীপের সঙ্গেও জুটি বাঁধেন তিনি। ৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ৯০ রানের ইনিংস খেলেন ধ্রুব। রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেন ধ্রুব।
সুনীল গাওস্করের মত ব্য়ক্তিত্ব ধ্রুবের মধ্যে ভবিষ্যতের ধোনিকে দেখতে পান বলে জানিয়েছিলেন। যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ''ধ্রুব জুড়েল দুর্দান্ত ক্রিকেট খেলল চাপের মুখে কঠিন উইকেটে। ও অসাধারণ এক প্রতিভা। কিন্তু ধোনি অন্য জাতের। ধ্রুবকে আগে খেলতে দিন। ধোনি হওয়ার জন্য ২০ বছর সময় লেগেছিল। কমপক্ষে ১৫ বছর তো লেগেই ছিল। জুড়েলের স্পিন, পেসের বিরুদ্ধে খেলার ক্ষমতা প্রশংসনীয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ চাপের মুখে যেভাবে পারফর্ম করেছে জুড়েল, তরুণ ক্রিকেটার হিসেবে ওর আত্মবিশ্বাসও বাড়বে।''