GT vs KKR LIVE Score: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, শুভমনদের স্বপ্নভঙ্গ, কেকেআরের বিরাট লাভ

IPL 2024 GT vs KKR LIVE Score: পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেল কেকেআরের।

ABP Ananda Last Updated: 13 May 2024 10:45 PM
GT vs KKR Live: প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল গুজরাত

বৃষ্টিতে কপাল পুড়ল গুজরাত টাইটান্সের। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচ ভেস্তে গেল গুজরাতের। সোমবার রাত ১০.৩৭ মিনিটে ম্যাচ বাতিল ঘোষণা করা হল। দুই দলকে এক পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল। কথায় আছে, কারও পৌষমাস তো কারও সর্বনাশ। সোমবার সর্বনাশ হল শুভমন গিলদের। প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল তাঁদের গুজরাত। ১৩ ম্যাচে ১১ পয়েন্ট হল শুভমনদের।

GT vs KKR Live: ম্যাচ ভেস্তে গেলে লাভ কেকেআরের

বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে লাভ কেকেআরের। ১৯ পয়েন্ট হয়ে যাবে নাইটদের। আর পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে শাহরুখ-জুহির দলের।

IPL Live: ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা

রাত সাড়ে ৯টা। এখনও চলছে বৃষ্টি। বৃষ্টি থামলে মাঠ তৈরি করতে ৪৫ মিনিট সময় লাগবে। ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা তাই থাকছে।

KKR vs GT Live: আমদাবাদে ফের শুরু বৃষ্টি

আমদাবাদে ফের শুরু বৃষ্টি। অন্তত ৫ ওভারের ম্যাচ করতে হলে ১০.৫৬-তে খেলা শুরু করতেই হবে।

IPL Live Score: নামানো হল সুপার সপার

বৃষ্টি কমলেও কভারের ওপরে দাঁড়িয়ে জল। নামানো হল সুপার সপার। পিছিয়ে গেল গুজরাত বনাম কেকেআর ম্যাচ।

GT vs KKR Live: এখনও চলছে বৃষ্টি

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মাঠ ঢাকা রয়েছে কভারে। ম্যাচ কখন শুরু হবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

IPL Live: মাঠ ঢাকা কভারে

আমদাবাদে এখনও চলছে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের মাঠ ঢাকা কভারে।

GT vs KKR Live: ঝিরঝির করে বৃষ্টি শুরু আমদাবাদে

ঝিরঝির করে বৃষ্টি শুরু আমদাবাদে। পিছিয়ে গেল কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচ।

IPL Live Score: আমদাবাদে আচমকা শুরু বজ্রপাত

আমদাবাদে আচমকা শুরু বজ্রপাত। পিছিয়ে গেল গুজরাত বনাম কেকেআর ম্যাচের টসের সময়।

প্রেক্ষাপট

আমদাবাদ: ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করার পর ২৪ ঘণ্টাও কাটেনি। দেশের পূর্ব প্রান্ত কলকাতা থেকে পশ্চিম প্রান্তের আমদাবাদে পৌঁছে গেলেন শ্রেয়স আইয়াররা। সোমবার সামনে প্রাক্তন এক নাইট তারকার দল। শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের (GT vs KKR)।


কেকেআরের প্লে অফ নিশ্চিত হয়ে গিয়েছে। তবে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থাকা নিশ্চিত হয়ে যাবে, যদি সোমবারও ম্যাচ জেতে কেকেআর। সেক্ষেত্রে প্রথম দল হিসাবে চলতি আইপিএলে ২০ পয়েন্টে পৌঁছে যাবেন নাইটরা। একমাত্র রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনও দলই কেকেআরকে ধরতে পারবে না। তাই মহার্ঘ ২ পয়েন্টের লক্ষ্যেই ঝাঁপাতে চাইবে কেকেআর।


কেকেআরের অন্যতম সেরা শক্তি ব্যাটিং। প্রথম চারটি উইকেট পার্টনারশিপের প্রত্যেকটিতে তিনশোর বেশি রান যোগ হয়েছে। আইপিএলের ইতিহাসে যা কেকেআরের প্রথম। ১২ ইনিংসের মধ্যে ৬বার দুই ওপেনার সুনীল নারাইন ও ফিল সল্ট পঞ্চাশ বা তার বেশি রান যোগ করেছেন। ওভার প্রতি ১২.৪৬ করে রান তুলছেন তাঁরা। তবে কেকেআরের কাছে বিরাট ধাক্কা হবে, কারণ সল্টকে আইপিএলের চূড়ান্ত লগ্নে পাওয়া যাবে না। ইংল্যান্ডের জাতীয় দলে যোগ দিতে হবে তাঁকে। সল্টের পরিবর্ত খোঁজার কাজও শুরু করে দিতে হবে মেন্টর গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। আর এ ব্যাপারে সেরা বিকল্প হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ়। আফগান উইকেটকিপার-ব্যাটার গত আইপিএলে কেকেআরের হয়ে ইনিংস ওপেন করছিলেন। বেশ কয়েকটি নজরকাড়া ইনিংসও খেলেছিলেন। তবে এবার ফিল সল্টের কাছে জায়গা হারান। সল্টের অভাব ঢেকে দিতে পারেন সেই গুরবাজ়ই।


তবে শুধু টপ অর্ডার ব্যাটিংই নয়। কেকেআরের সম্পদ চার ব্যাটারের স্ট্রাইক রেটও। রামনদীপ সিংহ, আন্দ্রে রাসেল, সল্ট ও নারাইন - চারজন ১৮০-রও বেশি স্ট্রাইক রেটে ১০০ বা তার বেশি রান করেছেন। একমাত্র সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া যে কৃতিত্ব আর কোনও দলের নেই। সঙ্গে দুরন্ত ছন্দে চার বোলার - বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, নারাইন ও রাসেল। প্রত্যেকেই ১৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।


গুজরাতের একমাত্র জবাব হতে পারেন রশিদ খান। কেকেআরের বিরুদ্ধে তাঁর দারুণ রেকর্ড। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতেও বিরাট ব্যবধানে জিততেই হবে শুভমনদের। ১২ ম্যাচে যাঁদের ঝুলিতে ১০ পয়েন্ট। টেবিলে আট নম্বরে রয়েছে গুজরাত।


আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.