IPL 2024: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
IPL 2024: আনন্দের আবহেও অবশ্য একটা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে নাইট শিবিরকে। আর সেটা হল, ঘরের মাঠে ২৬১ রানের বিশাল স্কোর তুলেও পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ার তিক্ত স্মৃতি।
সন্দীপ সরকার, কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সকে (KKR vs MI) দুবারের সাক্ষাতে দুবারই হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স, আইপিএলে (IPL 2024) প্রথম দল হিসাবে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলছে, এরকম ঘটনা খুবই বিরল। ইডেনে মুম্বইকে হারানোর পর নাইট শিবিরে উৎসবের আবহ। রাতে টিমহোটেলে ফিরে কাটা হল কেক। ম্যাচের সেরা হয়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর স্পিনজাল মুম্বই ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেয়। টিমহোটেলে বরুণকে তাই সতীর্থদের বাড়তি খুনসুটিও সামলাতে হল। তাঁর দাড়িতে কেক লাগিয়ে দিলেন সতীর্থরা।
আনন্দের আবহেও অবশ্য একটা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে নাইট শিবিরকে। আর সেটা হল, ঘরের মাঠে ২৬১ রানের বিশাল স্কোর তুলেও পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ার তিক্ত স্মৃতি। যা কেকেআর শিবিরকে জোরাল ধাক্কা দিয়েছিল। এতটাই ছিল সেই দুঃস্বপ্নের রাত যে, কেকেআর ক্রিকেটারেরা না খেয়ে ছিলেন। সেই ধাক্কাই যেন নতুন করে তাগিদ হয়ে দাঁড়ায় নাইট শিবিরের কাছে। সেই ম্যাচের পর থেকে টানা চার ম্যাচ জিতে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছেন নাইটরা।
মুম্বই ম্যাচের পর শনিবার রাতে কেকেআর তারকা নীতীশ রানা জানান, কীরকম দুঃসহ ছিল পাঞ্জাবের কাছে পরাজয়ের জ্বালা। নীতীশ বলেন, 'এখন এ নিয়ে কথা বলা খুব সহজ কারণ, এখন তো সব কিছুই সকলের সামনে। আপনারাও জানেন। তবে সেই রাতে ভীষণ কষ্ট হয়েছিল। ২৬১ রান বোর্ডে তুলেও হেরে যাওয়াটা হজম করা সহজ ছিল না। সেদিন অনেকেই ড্রেসিংরুমে রাতের খাবার খায়নি। মাত্র ৩-৪টে ডিনার প্লেট ব্যবহার করা হয়েছিল। গোটা শিবির ভীষণই মুষড়ে ছিল। ওই হারটা আমাদের কাছে বিরাট ধাক্কা ছিল।'
গতবার শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে নীতীশই ছিলেন দলের অধিনায়ক। এবার তিনি সহ অধিনায়ক। গতবারের সঙ্গে এবারের দলের তফাত কোথায়? নীতীশ বলছেন, 'গতবারের কথা শুধু বলব না। গতবার সব খারাপ হয়েছে আর এবার সব ভাল হচ্ছে এমনটা নয়। এবারও ভুলচুক হচ্ছে। পরিকল্পনায় গলদ থাকছে। ফলাফল ভাল হচ্ছে বলে সেসব নিয়ে কথা হচ্ছে না। তবে গত কয়েকবারের সঙ্গে এবারের মূল তফাতটা হল বিশ্বাসে। ড্রেসিংরুমে সকলেই একে অপরকে বিশ্বাস করে। জানে, একজন না পারলে আর একজন সেই কাজটা করে দিয়ে আসবে।'
আরও পড়ুন: কথা বন্ধ রোহিত-হার্দিকের! হিটম্যান পরের আইপিএলে কি শাহরুখের দলে? ইডেন জন্ম দিল জল্পনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।