IPL 2024: 'দয়া করে আমাদের ছেড়ে আর যাবেন না', গম্ভীরকে কাছে পেয়েই কেঁদেই ফেললেন সমর্থক
Gautam Gambhir: সুনীল নারাইনকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন তিনিই। এরপরই প্রত্যেক ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করে পাওয়ার প্লে-তে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে দিচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
কলকাতা: চলতি আইপিএল মরশুমের আগেই তিনি কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন। মেন্টর হিসেবে এই মরশুমে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আর তিনি আসতেই দলটার ভোল পাল্টে গিয়েছে। প্রত্যেকটি প্লেয়ার ফর্মে রয়েছেন। একাধির স্ট্র্যাটেজিকাল সিদ্ধান্ত নিয়েছেন, যা কেকেআরকে একের পর এক ম্য়াচে সাফল্য় এনে দিয়েছেন। সুনীল নারাইনকে ওপেনিংয়ে নিয়ে এসেছেন তিনিই। এরপরই প্রত্যেক ম্য়াচে বিধ্বংসী ব্যাটিং করে পাওয়ার প্লে-তে পাহাড়প্রমাণ রান বোর্ডে তুলে দিচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। নাইট অধিনায়ক হিসেবে ২ বার আইপিএল জিতেছিলেন গম্ভীর। এবার মেন্টর হিসেবেও কেকেআরকে ট্রফি জেতানোর শপথ নিয়েছেন। মুম্বই ম্য়াচের আগে সমর্থকদের সঙ্গে আড্ডা দিয়েছিলেন। সেখানেই এক সমর্থক আবেগপ্রবণ হয়ে উঠলেন। মাইক হাতে নিয়ে সরাসরি গম্ভীরকে আর্জি জানিয়েই ফেললেন, ''আপনি আমাদের ছেড়ে আর কখনও যাবেন না। আপনি চলে যাওয়ার পর আমাদের খুব কষ্ট হয়েছিল। অনেক সমস্যায় ছিল এই দল। আমরা আপনাকে ভীষণ ভালবাসি। আপনি আমাদেরকে কখনও ছেড়ে যাবেন না। আমরাও আপনাকে আর হারাতে চাই না।''
View this post on Instagram
কথাগুলো যখন বলছিলেন সেই সমর্থক। তখন তাঁর চোখে জল ছিল। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি পোস্ট করতেই না ভাইরাল হয়ে যায়। সেই সমর্থক গম্ভীরকে উদ্দেশ্য় করে 'তোমায় হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না' গানটিও উৎসর্গ করেন।
উল্লেখ্য, ২০১১ সালে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন গৌতম গম্ভীর। এর পরের বছরই ২০১২ সালে প্রথমবার তাঁর নেতৃত্বে আইপিএল জেতে নাইটরা। এরপর ২০১৪ সালেও কেকেআর খেতাব জেতে আইপিএল। কিন্তু এরপর থেকে আর একবারও আইপিএল ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। মাঝে দীনেশ কার্তিক, অইন মর্গ্যানরা অধিনায়কত্ব করেছেন। প্লে ও ফাইনাল পর্যন্ত পৌঁছেও হতাশ হতে হয়েছে বারবার। দলের প্লেয়ারদের সামগ্রিক পারফরম্য়ান্সও তলানিতে ঠেকছিল। কিন্তু গম্ভীর নাইট শিবিরে মেন্টর হয়ে ফেরত আসার পর এই বছরে আইপিএলে দুর্দান্ত ফর্মে এখনও পর্যন্ত কেকেআর। পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা ১৬ পয়েন্ট ঝুলিতে পুরে। ১১ ম্য়াচের মধ্যে ৮ ম্য়াচ জিতে নিয়েছে কেকেআর। আরও তিনটি ম্য়াচ বাকি। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে শ্রেয়স আইয়ারে দল।